মুন্সীগঞ্জের শ্রীনগরে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সুজন দাস (৬০) নামে এক জেলেকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে গ্রামের পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টা করেন ওই ব্যক্তি। খবর পেয়ে উত্তেজিত জনতা অভিযুক্তকে গণধোলাই দেয়। পরে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। 

আটক সুজন দাস ভ্রাম্যমাণ জেলে। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা। মাছ ধরার পাশাপাশি সে শ্রীনগরে তাবিজ ও তান্ত্রিকতার ব্যবসা করে বলে জানান স্থানীয়রা। 

ভুক্তভোগী শিশুর মা জানান, চকোলেট দেওয়ার কথা বলে বাসা থেকে তার শিশু মেয়েকে মাছ ধরা দেখতে নিয়ে যায় জেলে। এসময় পুকুরপাড়ে মাছ ধরার ডেরায় ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকার শুনে প্রতিবেশিরা এসে ওই জেলেকে ধরে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ বলেন, আটক জেলের বিরুদ্ধে রাতে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়ছে। দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: গণধ ল ই শ র নগর

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ