শিশুকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে জেলেকে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা
Published: 12th, March 2025 GMT
মুন্সীগঞ্জের শ্রীনগরে পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সুজন দাস (৬০) নামে এক জেলেকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে গ্রামের পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টা করেন ওই ব্যক্তি। খবর পেয়ে উত্তেজিত জনতা অভিযুক্তকে গণধোলাই দেয়। পরে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।
আটক সুজন দাস ভ্রাম্যমাণ জেলে। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা। মাছ ধরার পাশাপাশি সে শ্রীনগরে তাবিজ ও তান্ত্রিকতার ব্যবসা করে বলে জানান স্থানীয়রা।
ভুক্তভোগী শিশুর মা জানান, চকোলেট দেওয়ার কথা বলে বাসা থেকে তার শিশু মেয়েকে মাছ ধরা দেখতে নিয়ে যায় জেলে। এসময় পুকুরপাড়ে মাছ ধরার ডেরায় ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকার শুনে প্রতিবেশিরা এসে ওই জেলেকে ধরে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহমেদ বলেন, আটক জেলের বিরুদ্ধে রাতে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়ছে। দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫