ওমরার মোয়াল্লেমের পকেটে ৪০০ গ্রাম স্বর্ণালংকার
Published: 12th, March 2025 GMT
বাংলাদেশ বিমানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা ওমরা হজের মোয়াল্লেমের পকেটে ৪০০ গ্রাম ওজনের ৫০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার পাওয়া গেছে।
বুধবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গ্রিন চ্যানেল আন্তর্জাতিক আগমনী ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় এনএসআই টিম মোয়াল্লেমকে আটক করে।
মোয়াল্লেমের নাম শাহিন আল মামুন। আটকের পর তার ব্যাগ ও পোশাক তল্লাশি করে পাওয়া যায় ২২ ক্যারেটের ৪০০ গ্রাম স্বর্ণালংকার।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটের এক যাত্রী অবৈধভাবে স্বর্ণ বহন করছেন বলে বিমানবন্দরের গোয়ান্দাদের কাছে তথ্য ছিল। এর ভিত্তিতে ওমরা হজের মোয়াল্লেম শাহিন আল মামুন কাস্টমস এরিয়া অতিক্রম করার সময় এনএসআই টিম তাকে আটক করে।
শাহিন আল মামুনের ব্যাগ ও পকেট তল্লাশি করে ৪০০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করেন গোয়েন্দারা, জানান ইব্রাহীম খলিল।
প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণালংকারের বর্তমান বাজারমূল্য অনুযায়ী ৪০০ গ্রামের দাম ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা। উদ্ধারকৃত স্বর্ণালংকার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/রেজাউল/রাসেল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স বর ণ ল ক র ৪০০ গ র ম
এছাড়াও পড়ুন:
ঢাকায় আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়া নেতা গ্রেপ্তার: পুলিশ
রাজধানীতে আওয়ামী লীগের (কার্যক্রমনিষিদ্ধ) একাধিক ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দলটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম আবু জাহের দুলাল। তিনি নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালিসিস বিভাগ গতকাল রোববার রাতে রাজধানীর নবাবপুর এলাকায় অভিযান চালিয়ে আবু জাহেরকে গ্রেপ্তার করে। আবু জাহের গত কয়েক মাসে ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের একাধিক ঝটিকা মিছিলে অংশ নিয়েছেন।
ডিএমপি বলছে, এসব ঝটিকা মিছিলে অংশ নেওয়ার দৃশ্য আবু জাহের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।