দীর্ঘ ছয় মাসের বিরতি শেষে আবারও ফ্রান্স জাতীয় দলে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। আসন্ন উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২০ ও ২৩ মার্চের ম্যাচের জন্য তাকে স্কোয়াডে রেখেছেন কোচ দিদিয়ের দেশম। অধিনায়কত্ব নিয়েও কোনো অনিশ্চয়তা নেই। দেশম স্পষ্ট করেছেন, আগের মতোই দলকে নেতৃত্ব দেবেন এমবাপ্পে। তিনি বলেন, ‘আমি ওর সঙ্গে কথা বলেছি। এমবাপ্পেই অধিনায়ক থাকবে।’

গত বছরের নভেম্বরে ইসরায়েল ও ইতালির বিপক্ষে ম্যাচে ক্লান্তির কারণ দেখিয়ে তাকে দলে রাখা হয়নি। তবে রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যান এই তারকা ফরোয়ার্ড। ফ্রান্সের হয়ে সর্বশেষ তিনি মাঠে নামেন ২০২৪ সালের সেপ্টেম্বরে বেলজিয়ামের বিপক্ষে। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত এমবাপ্পের গোলসংখ্যা ৪৮, যা ফ্রান্সের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। তার সামনে রয়েছেন কেবল থিয়েরি অঁরি (৫১) ও অলিভিয়ে জিরু (৫৭)।

এবারের স্কোয়াডে আরও ফিরেছেন চোট কাটিয়ে ওঠা মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি। পিএসজির উইঙ্গার উসমান দেম্বেলেও দলে আছেন। নতুন মুখ হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ স্ট্রাইকার দেজিরে দোউ, যিনি সম্প্রতি লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে নজরকাড়া পারফরম্যান্স করেছেন।

প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ মার্চ, ক্রোয়েশিয়ার শহর স্প্লিটে। ফিরতি ম্যাচ ২৩ মার্চ প্যারিসের স্তাদ দে ফ্রান্সে।

ফ্রান্স স্কোয়াড:

গোলরক্ষক: মাইক মেনিয়ান, লুকাস শেভালিয়ার, ব্রাইস সাম্বা

ডিফেন্ডার: জনাথন ক্লস, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে, দায়োত উপামেকানো, বেঞ্জামিন পাভার্ড, থিও হার্নান্দেজ, লুকাস দিগনে

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, অরেলিয়েন চুয়ামেনি, মাতেও গুয়েন্দুজি, মানু কোনে, আদ্রিয়েন রাবিও, ওয়ারেন জাইরে-এমেরি

ফরোয়ার্ড: দেজিরে দোউ, ব্রাডলি বারকোলা, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, রঁদাল কোলো মুয়ানি, মাইকেল অলিস, মার্কাস থুরাম।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল য় ন এমব প প ন এমব প প

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ