দীর্ঘ ছয় মাসের বিরতি শেষে আবারও ফ্রান্স জাতীয় দলে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। আসন্ন উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ২০ ও ২৩ মার্চের ম্যাচের জন্য তাকে স্কোয়াডে রেখেছেন কোচ দিদিয়ের দেশম। অধিনায়কত্ব নিয়েও কোনো অনিশ্চয়তা নেই। দেশম স্পষ্ট করেছেন, আগের মতোই দলকে নেতৃত্ব দেবেন এমবাপ্পে। তিনি বলেন, ‘আমি ওর সঙ্গে কথা বলেছি। এমবাপ্পেই অধিনায়ক থাকবে।’

গত বছরের নভেম্বরে ইসরায়েল ও ইতালির বিপক্ষে ম্যাচে ক্লান্তির কারণ দেখিয়ে তাকে দলে রাখা হয়নি। তবে রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব ফুটবলে খেলা চালিয়ে যান এই তারকা ফরোয়ার্ড। ফ্রান্সের হয়ে সর্বশেষ তিনি মাঠে নামেন ২০২৪ সালের সেপ্টেম্বরে বেলজিয়ামের বিপক্ষে। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত এমবাপ্পের গোলসংখ্যা ৪৮, যা ফ্রান্সের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। তার সামনে রয়েছেন কেবল থিয়েরি অঁরি (৫১) ও অলিভিয়ে জিরু (৫৭)।

এবারের স্কোয়াডে আরও ফিরেছেন চোট কাটিয়ে ওঠা মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি। পিএসজির উইঙ্গার উসমান দেম্বেলেও দলে আছেন। নতুন মুখ হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ স্ট্রাইকার দেজিরে দোউ, যিনি সম্প্রতি লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে নজরকাড়া পারফরম্যান্স করেছেন।

প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২১ মার্চ, ক্রোয়েশিয়ার শহর স্প্লিটে। ফিরতি ম্যাচ ২৩ মার্চ প্যারিসের স্তাদ দে ফ্রান্সে।

ফ্রান্স স্কোয়াড:

গোলরক্ষক: মাইক মেনিয়ান, লুকাস শেভালিয়ার, ব্রাইস সাম্বা

ডিফেন্ডার: জনাথন ক্লস, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে, দায়োত উপামেকানো, বেঞ্জামিন পাভার্ড, থিও হার্নান্দেজ, লুকাস দিগনে

মিডফিল্ডার: এদুয়ার্দো কামাভিঙ্গা, অরেলিয়েন চুয়ামেনি, মাতেও গুয়েন্দুজি, মানু কোনে, আদ্রিয়েন রাবিও, ওয়ারেন জাইরে-এমেরি

ফরোয়ার্ড: দেজিরে দোউ, ব্রাডলি বারকোলা, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, রঁদাল কোলো মুয়ানি, মাইকেল অলিস, মার্কাস থুরাম।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক ল য় ন এমব প প ন এমব প প

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ