নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। 

শুক্রবার (১৪ মার্চ) সকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রামে ঘটনাটি ঘটে।

অভিযুক্ত দোকানির নাম সেলিম উদ্দিন (৫০)। তিনি সিদ্ধিরগঞ্জের আটি গ্রামের নূর হোসেনের বাড়ির ভাড়াটিয়া এবং সিলেটের জামালগঞ্জের আজগর আলী তালুকদারের ছেলে।

আরো পড়ুন:

ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল, রবিবারের মধ্যে সংশোধিত অধ্যাদেশ

মাগুরায় ঘুমিয়ে গেল আছিয়া, জাগিয়ে গেল দেশ

ভুক্তভোগী শিশুটির দাদির অভিযোগ, শুক্রবার সকালে শিশুটিকে তার মা বিস্কুট কিনতে টাকা দেয়। শিশুটি সেলিম উদ্দিনের দোকানে যায়। এসময় সেলিম শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি চিৎকার দিলে আশেপাশের লোকজন অভিযুক্ত সেলিমকে আটক করে মারধর করে। পরে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহিনূর আলম বলেন, “আট বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সেলিম উদ্দিন নামে এক ব্যাক্তিকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ভুক্তভোগীর পরিবারের লোকজনও থানায় এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

অপরদিকে, সোনারগাঁ উপজেলার কাচঁপুর রায়েরটেক এলাকায় গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশ দিয়েছে স্থানীয়রা।

আটক মনসুর আলী  

 অভিযুক্ত মনসুর আলী রংপুর কোতোয়ালি থানার কাটাবাড়ি এলাকার বাসিন্দা। 

স্থানীয়রা জানান, রায়েরটেক এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকে শিশুটি। তার বাবা-মা দুইজনই গার্মেন্টসে চাকরি করেন। বৃহস্পতিবার শিশুটিকে পাশের বাসার এক নারীর কাছে রেখে কাজে যান বাবা-মা। বিকেল ৩টার দিকে বাড়ির উঠানে শিশুটিকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে একটি কক্ষে নিয়ে যান মনসুর আলী। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন।

এসময় বাড়িটির অন্য ভাড়াটিয়ারা দেখে ফেলায় বাচ্চাটি রক্ষা পায়। পরে শিশুর বাবা-মা কাজ থেকে বাসায়  ফিরে ঘটনাটি জানতে পেরে এলাকাবাসীকে জানান। এলাকাবাসী রাত ১২টার দিকে অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করে।

সোনারগাঁ থানার ওসি এম এ বারী জানান, “ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাকে ধর্ষণচেষ্টা মামলায় আদালতে পাঠানো হবে।”

ঢাকা/অনিক/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক অভ য গ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সভাপতি অ্যাড.মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সহ-সভাপতি জাহিদুল হক দিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক মো: তারিক বাবু,সহ-সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সহ-সভাপতি মজিবুর রহমান,যুগ্ম সম্পাদক সুলতানা আক্তার সহ সকল সদস্যবৃন্দ।সভায় বক্তারা (বাপা) নারায়ণগঞ্জের ভবিষ্যৎ কার্য পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

পরিবেশ বান্ধব সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসক,নাসিক প্রশাসক ও সিভিল সার্জনের সাথে প্রাথমিক আলোচনার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া সভায় স্কুল-কলেজ, উপজেলা ও ওয়ার্ডগুলোতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র কমিটি সম্প্রসারন, ডেঙ্গু সচেতনতা,পরিবেশ রক্ষায় সচেতনতা,সংগঠনে তরুণ ও শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি সহ জেলার নানা সমস্যার বিষয়ে সদস্যদের মতামত গ্রহন করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ের কাইকারটেক হাটে নির্বাচনী প্রচারণায় মামুন মাহমুদ 
  • রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
  • ‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে’ 
  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাযায় মতি, কান্নাজড়িত কণ্ঠে চাইলেন ক্ষমা
  • সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • কষ্টি পাথরের শিবলিঙ্গসহ গ্রেপ্তার ৩
  • ১২ ও ১৩ নং ওয়ার্ডের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত 
  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ