কিংবদন্তি ইমরান খানকে সম্মান দেখিয়ে গুরু দন্ড আমিরের
Published: 15th, March 2025 GMT
পাকিস্তানি অলরাউন্ডার আমির জামালকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিশাল জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই অলরাউন্ডার সহ বিভিন্ন সময়ে কোড অব কন্ডাক্ট লঙ্ঘনের দায়ে মোট ৮ জন ক্রিকেটারের জরিমাণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
এই আট জন ক্রিকেটারের মোট ৩০ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে। তবে আমিরের জরিমানার পরিমানটা অত্যন্ত বেশি। তাকে ১৩ লাখ রুপি জরিমানা বাবদ দিতে হবে। মজার ব্যাপার হচ্ছে এই অর্থ দন্ড হচ্ছে কেবল একটা সংখ্যার জন্য। সংখ্যাটা হচ্ছে ‘৮০৪’।
আরো পড়ুন:
পাকিস্তানে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ
৭৫ শতাংশ কমানো হলো পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফি
জামাল ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন এক সাক্ষাৎকার দেন। সেই সময় তার হ্যাটে ‘৮০৪’ লেখা ছিল। এই সংখ্যাটি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের কয়াদি নাম্বার বা বন্দী শনাক্তকরণ নাম্বার। এই কিংবদন্তি অলরাউন্ডার বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে আটক আছেন রাজনৈতিক কারণে।
২০২৪ সালের নভেম্বরে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরের সময় দলীয় হোটেলে দেরি করে পৌঁছানোর জন্য ৫ লাখ রুপি করে জরিমানা করা হয়েছে আরও তিনজন খেলোয়াড়কে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় দলের সাদা বল সিরিজ চলাকালীন কারফিউ নিয়ম লঙ্ঘনের জন্য জরিমানা করা হয়েছে চারজন ক্রিকেটার, সালমান আলী আগা, সাইম আইউব, আবদুল্লাহ শফিক এবং আব্বাস আফ্রিদিকে।
পিসিবি জানিয়েছে যে, শৃঙ্খলা সংক্রান্ত পদক্ষেপগুলো একটি অভ্যন্তরীণ বিষয়, যা খেলোয়াড়দের খ্যাতি ও মর্যাদা রক্ষার স্বার্থেই করা হয়েছে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ থেকে আগেভাগে পাকিস্তান বাদ পড়ার পরই এই ব্যাপারগুলো সামনে এসেছে। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও, একটি ম্যাচও জিততে পারেনি। নিউজিল্যান্ড এবং ভারতের কাছে পরাজিত হয়েছিল। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে তাদের শেষ গ্রুপ পর্বের ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইমর ন খ ন
এছাড়াও পড়ুন:
চেন্নাইয়ের বিদায়, অবসরের ইঙ্গিত দিলেন ধোনি!
আইপিএল ২০২৫-এর প্লে-অফে জায়গা হলো না চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরে এবারের আসর থেকে ছিটকে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। ম্যাচ শেষ হওয়ার পর শুধু চেন্নাইয়ের বিদায়ই নয়, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি। শুরু হয়েছে জোর গুঞ্জন—এটাই কি তার শেষ আইপিএল?
ম্যাচ শুরুর আগেই টসের সময় ধোনিকে ঘিরে তৈরি হয় রহস্য। ধারাভাষ্যকার ড্যানি মরিসনের সরাসরি প্রশ্ন ছিল, ধোনি কি আগামী মৌসুমেও আইপিএলে দেখা যাবে? জবাবে হেসে ধোনি বলেন, ‘আমি তো জানি না পরের ম্যাচেই খেলব কি না।’ এই মন্তব্যেই ধোনির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। যদিও ম্যাচ শেষে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি ধোনি। তাকেও সে ব্যাপারে আর প্রশ্ন করেননি সঞ্চালক।
ধোনির মন্তব্যে সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘ধোনি একজন চিরস্মরণীয় কিংবদন্তি। তার আর কিছু প্রমাণের নেই। সম্ভবত এবার সরে দাঁড়ানোর সময় এসেছে। যদিও ভক্তদের জন্য তা কষ্টদায়ক হবে।’
চেন্নাই প্রথমে ব্যাট করে ১৯১ রান তোলে। স্যাম কারানের ৮৮ রানের ইনিংস ছাড়া ব্যাট হাতে কেউই তেমন জ্বলে উঠতে পারেননি। শেষ দিকে যুজবেন্দ্র চাহালের হ্যাটট্রিকে মাত্র ৪ বল বাকি থাকতে গুটিয়ে যায় ইনিংস। চাহাল ৪ উইকেট নেন, জানসেন ও আর্শদীপ নেন ২টি করে।
জবাবে পাঞ্জাবের হয়ে ঝড়ো সূচনা এনে দেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং। প্রভসিমরান খেলেন ৩৬ বলে ৫৪ রানের দারুণ ইনিংস। এরপর শ্রেয়াস আইয়ারের ৭২ রানের অনবদ্য ইনিংস এবং শশাঙ্ক সিংয়ের শেষের ২৩ রানের ক্যামিওতে দুই বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাঞ্জাব। এই জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।