সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদরাসা পড়ুয়া ৯ বছর বয়সী এক ছাত্রীকে ‘ধর্ষণচেষ্টা’ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তর বাড়িতে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

শুক্রবার (১৪ মার্চ) রাতে উপজেলার ভাতগাঁও ইউনিয়নে ঘটনাটি ঘটে। 

অভিযুক্ত ব্যক্তির নাম সাবুল মিয়া (৩৫)। তিনি একই ইউনিয়নের ছমরু মিয়ার ছেলে। 

আরো পড়ুন:

‘এলজিইডির’ নির্বাহী প্রকৌশলীর কাছে পাওয়া গেল ৩৭ লাখ টাকা 

নারায়ণগঞ্জে পৃথক স্থানে দুই শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ২

স্থানীয়রা জানান, গ্রামের একটি মাদরাসায় শুক্রবার সকালে কোরআন শিক্ষার জন্য যায় শিশুটি। শিশুটিকে মাদরাসার দ্বিতীয় তলায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন সাবুল মিয়া। ঘটনাটি গ্রামে জানাজানি হলে, এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। মধ্যরাতে কয়েকশ বিক্ষুব্ধ জনতা সাবুল মিয়ার বাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাবুল মিয়াকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়। 

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জাকির হোসাইন বলেন, “মেয়েটিকে ধর্ষণের জন্য চেষ্টা করেছিল। মেয়েটি চিৎকার দিয়ে পালিয়েছে। প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে।” 

ঢাকা/মনোয়ার/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক অভ য গ

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ