ধারাবাহিক ব্যর্থতার জেরে সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাননি লিটন কুমার দাস। দল ঘোষণার পর নিজের অধারাবাহিক পারফরম্যান্সের কথা স্বীকারও করে নিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, আমি ভাল খেলতে পারছিলাম না বলেই বাদ পড়েছি। এতে লুকনোর কিছু নেই।
সমকাল থেকে লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল, কতটা কষ্টের ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না পারার সময়টা? জবাবে লিটন জানান, ‘আইসিসির মতো বড় একটি টুর্নামেন্টে খেলার ইচ্ছা এবং লক্ষ্য আমারও ছিল। দুঃখজনক হলো তা হয়নি। এটা জীবনেরই অংশ। আপনি কোনো সময় ভালো করবেন, কোনো সময় ভালো করবেন না। এই না খেলতে পারা যতটা না কষ্টের, তার চেয়ে বেশি বুঝতে পেরেছি আমাকে কোথায় উন্নতি করতে হবে।’
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ার আগে লিটনকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, তার আউটের ধরন নিয়েও। তবে লিটনের মতে, চেষ্টার কোনো কমতি রাখেননি তিনি।
এসময় হালকা ক্ষোভ ঝেড়ে লিটন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেক খেলোয়াড়ই তো নিয়মিত রান করেনি। কিন্তু আমি রান না করলে জিনিসটা বেশি খারাপ হয়ে যায়। আমি চেষ্টা করি, সবখানে রান করতে। হয়নি বলেই আমি দলের বাইরে। আবার চেষ্টা করব, পারফরম্যান্স করে দলে ঢুকতে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ল টন দ স
এছাড়াও পড়ুন:
অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’
নতুন অ্যালবাম প্রকাশ করেছে কক্সবাজারের তরুণদের গানের দল ‘পেনোয়া’। ১৩টি গান নিয়ে প্রকাশ করেছে নিজেদের প্রথম অ্যালবাম ‘এ রুহের তলে’। এ অ্যালবামটি শোনা যাচ্ছে ইউটিউব, স্পটিফাই প্রভৃতি আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে। অ্যালবামের গানগুলো সরাসরি শোনাতে কনসার্টের উদ্যোগ নিয়েছে তারা। চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকায় হবে তিনটি কনসার্ট। যেখানে গানের সঙ্গে থাকবে থিয়েট্রিক্যাল পারফরম্যান্স, ব্যান্ডের সদস্যরা শোনাবে গানের গল্প।
আরও পড়ুনকক্সবাজারের ব্যান্ডটির গান কেন শুনছেন তরুণেরা০৭ ডিসেম্বর ২০২৪২০ নভেম্বর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে ‘অ্যালবাম কমপ্লিশন কনসার্ট’ শিরোনামের প্রথম আয়োজনটি হবে। চলবে রাত ১০টা পর্যন্ত। যেখানে থিয়েট্রিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে অ্যালবামের পেছনের অনেক গল্প জানতে পারবেন শ্রোতারা। দ্বিতীয় আয়োজনটি হবে ২৫ ডিসেম্বর কক্সবাজারে, আর শেষ কনসার্টটি হবে জানুয়ারির মাঝামাঝি, সম্ভাব্য ভেন্যু ঢাকার রাশিয়ান কালচারাল সেন্টার।
আয়োজনের পোস্টার