ট্রেন্ডিংয়ে ফিরল দেশি সিনেমা, শীর্ষে আছে কোনটি
Published: 15th, March 2025 GMT
অনেক দিন ধরে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল বিদেশি সিনেমার গান, টিজার বা ট্রেলার। দেশি কনটেন্ট শীর্ষে থাকলেও বেশি দিন স্থায়ী হয়নি। কিন্তু এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার টিজার, গান দিয়ে আবারও ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ফিরেছে দেশি কনটেন্ট।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় এসেছে শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘বরবাদ’-এর প্রথম গান ‘দ্বিধা’। রিয়েল এনার্জি প্রোডাকশন ও প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গানটি। এতে উঠে এসেছে শাকিব খান ও ইধিকা পালের প্রেমের রসায়ন। ইনামুল তাহসীনের কথায় নতুন গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাসান। মুক্তির পরেই ইউটিউবের মিউজিক বিভাগের শীর্ষে উঠে এসেছে গানটি। আজ শনিবার বেলা ৩টা পর্যন্ত গানটির ভিউ ১২ লাখের বেশি।
অন্যদিকে ইউটিউব ট্রেন্ডিংয়ের মুভিজ বিভাগের শীর্ষে রয়েছে শিহাব শাহীনের ঈদের সিনেমা ‘দাগি’র টিজার। ১১ মার্চ মুক্তি পেয়েছে আফরান নিশো, তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত সিনেমাটির টিজার। চরকির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া টিজারটির ভিউ ৬ লাখ ১০ হাজারের বেশি।
‘দাগি’তে ফিরছে ‘সুড়ঙ্গ’ জুটি নিশো– তমা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
একঝলক (১৮ সেপ্টেম্বর ২০২৫)
ছবি: মোস্তাফিজুর রহমান