করোনা মহামারির সময় বাকি সবার মতো ঘরবন্দী হয়ে পড়েন যুক্তরাষ্ট্রের জন ফ্যাবিয়ানো। করপোরেট চাকরি আর দৈনন্দিন জীবনের ব্যস্ততায় খানিকটা ফুরসত পেলে প্রকৃতি ও প্রাণীর ছবি তোলার শখ তাঁর। ঘরবন্দী দিনে তা–ও করার জো ছিল না। পোষা কুকুর ভিয়োলাকে নিয়েই কাটছিল সময়। সে সময় শুরু করেন আলোকচিত্র বিষয়ে পড়াশোনা। ভালো একটা ক্যামেরা কেনার টাকাও জমাতে শুরু করেন।

ছবি তোলার শখ মনে পুষে ফ্যাবিয়ানোর আরও দুটি বছর কেটে যায়। ২০২২ সাল। পাক্কা সিদ্ধান্ত নিয়ে চাকরি ছাড়েন। এরপর পথে নামেন ছবি তুলতে। তাঁর ছবির বিষয় কুকুর। এখন দেশ-বিদেশ ঘুরে কুকুর আর মানুষের বন্ধুত্বের গল্প ক্যামেরাবন্দী করেন। এটাই এখন জন ফ্যাবিয়ানোর পেশা।

ফ্যাবিয়ানো গত দুই বছরে কখনো গ্রিনল্যান্ডে গিয়ে শুভ্র তুষারের মধ্যে স্লেজ কুকুরের ছবি তুলেছেন, কখনো গেছেন জার্মান শেফার্ডকে ফ্রেমবন্দী করতে জার্মানি, আবার কখনো ভারতের অলিগলি চষে বেড়িয়েছেন বেওয়ারিশ কুকুরের গল্পের খোঁজে। গ্রিনল্যান্ডে কুকুরের স্লেজ টানার একটি ছবি তাঁকে এনে দিয়েছে ২০২৪ সালের ডগ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডে প্রথম পুরস্কার।

আরও পড়ুনআপনার পোষা বিড়ালকে কি শুকনা খাবার দিচ্ছেন?৩১ অক্টোবর ২০২৪ফ্যাবিয়ানো ছবি তুলতে গিয়ে দেখেছেন অঞ্চলভেদে কুকুরের সঙ্গে মানুষের সম্পর্কের বৈচিত্র্য.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এবার পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

কাশ্মীর হত্যাকাণ্ডের জেরে পাকিস্তানে বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ভারত। এই ব্যবস্থার মধ্যে পড়লেন দেশটির তারকারা। ভারতের বিনোদন জগতেও তাদের নিষিদ্ধ করার দাবি উঠেছে। 

ভারতশাসিত কাশ্মীরের পেলেহগামের বৈসরণ এলাকায় গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ২৬ বেসামরিক মানুষ নিহত হন। ভারতের পক্ষ থেকে এ ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করা হয়। অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে পাকিস্তান। এরই মধ্যে দুই দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। প্রতিদিন দুই দেশের সেনাদের মধ্যে সীমান্তের শূন্যরেখায় গুলি বিনিময়ের ঘটনাও ঘটছে। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারতে পাকিস্তানি তারকাদের বিপুল সংখ্যক ভক্ত রয়েছে। ইনস্টাগ্রামে তাদের অনুসারীর একটা বড় অংশ ভারতীয়। কিন্তু পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

প্রতিবেদনে বলা হয়, হানিয়া আমির, মাহিরা খান, আলী জাফর, আয়েজা খান, ইকরা আজিজ  এবং সানাম সাঈদসহ বেশ কয়েক পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত সরকার। আজ বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। পাকিস্তানি তারকাদের মধ্যে বলিউডে কাজ করছেন রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফরদের মতো শিল্পীরা। 

সম্পর্কিত নিবন্ধ