স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা শুরু
Published: 15th, March 2025 GMT
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে স্বাধীনতা দিবস ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার খেলা শনিবার (১৫ মার্চ, ২০২৫) দুপুর হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।
ওয়ালটন হাই-টেক ইন্ডস্ট্রিজ পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ফিদে মাস্টার মো.
আরো পড়ুন:
ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন নেত্রকোণার খোকন
ওয়ালটনের ৩ মডেলের কমার্শিয়াল ওয়াশিং মেশিন উদ্বোধন
এ সময় আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিচারক মো. হারুন অর রশিদ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য মো. আরিফুজ্জামান আরিফ।
আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন ও আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, অনত চৌধুরী, সেখ নাসির আহমেদ, মোহাম্মদ জাভেদ, খন্দকার আমিনুল ইসলাম, মেহেদী হাসান পরাগ, মো. শরীফ হোসেন ও মো. সায়েফ উদ্দীন, ক্যান্ডিডেট মাস্টার মো. সাজেদুল হক, মো. আবজিদ রহমান, মো. আবু হানিফ, মো. শরীয়তউল্লাহ, মাহতাবউদ্দিন আহমেদ, সোহেল চৌধুরী ও মো. জামাল উদ্দিন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ, ওয়ারসিয়া খুশবু এবং নীলাভা চৌধুরীসহ মোট ১৪২ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিচ্ছেন।
প্রতিযোগিতা ৯ দিনব্যাপী ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং বিজয়ীদের মোট নগদ দেড় লাখ টাকা এবং ওয়ালটন পণ্য সামগ্রী অর্থ পুরস্কার দেওয়া হবে।
রবিবার (১৬ মার্চ, ২০২৫) দুপুর ২টা হতে একই স্থানে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
ঢাকা/আমিনুল/সাইফ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।