দুই ম্যাচ পর জয়ের মুখ দেখল ধানমন্ডি স্পোর্টস ক্লাব। রোববার (১৬ মার্চ, ২০২৫) শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ধানমন্ডি। তাদের জয়ের নায়ক অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান।

বিকেএসপির-৩ নম্বর মাঠে ১৩২ রানের অসাধারণ ইনিংস খেলেছেন ডানহাতি ব্যাটসম্যান। ১৩১ বলে ১৩ চার ও ৪ ছক্কায় সোহান তার ইনিংসটি সাজান। তার সেঞ্চুরিতে ভর করে ধানমন্ডি স্পোর্টস ক্লাব ৯ উইকেটে ২৭৭ রান করে। জবাব দিতে নেমে শাইনপুকুর গুটিয়ে যায় ১৮০ রানে।

সোহান বাদে ধানমন্ডির হয়ে রান পেয়েছেন হাবিবুর রহমান সোহান ও সানজামুল ইসলাম। ওপেনিংয়ে নেমে হাবিবুর ৪২ বলে ৪৫ রান করেন ৭ চার ও ১ ছক্কায়। সানজামুল ৫৪ বলে ৪০ রান করেন ২ চার ও ১ ছক্কায়। রান পাননি ফজলে মাহমুদ (১২) ও ইয়াসির আলী চৌধুরী (৬)। শাইনপুকুরের হয়ে বল হাতে ৪৫ রানে ৩ উইকেট নেন রায়ান রাফসান।

আরো পড়ুন:

আজিজুলের ফিফটি, লিটনের ২২, গুলশানের শেষ হাসি

আবাহনীর জয়ের দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ

জবাব দিতে নেমে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে ম্যাচ হাতছাড়া করে শাইনপুকুর। ১১৯ রান তুলতেই তাদের অর্ধেক ব্যাটসম্যান ফেরে সাজঘরে। বাকিরা অল্পস্বল্প রান করে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনেন। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন রাহিম আহমেদ। ৩৫ রান আসে মিনহাজুল আবেদীনের ব্যাট থেকে। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের এটি পাঁচ ম্যাচে তৃতীয় জয়। অন্যদিকে শাইনপুকুরের সমান ম্যাচে চতুর্থ হার।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ইনপ ক র ধ নমন ড র জয় র র ন কর

এছাড়াও পড়ুন:

মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার

প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা। 

কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।

মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ। 

এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা। 

কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে। 

কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে। 

ঢাকা/ইমরান/রফিক

সম্পর্কিত নিবন্ধ