দুই ম্যাচ পর জয়ের মুখ দেখল ধানমন্ডি স্পোর্টস ক্লাব। রোববার (১৬ মার্চ, ২০২৫) শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ধানমন্ডি। তাদের জয়ের নায়ক অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান।

বিকেএসপির-৩ নম্বর মাঠে ১৩২ রানের অসাধারণ ইনিংস খেলেছেন ডানহাতি ব্যাটসম্যান। ১৩১ বলে ১৩ চার ও ৪ ছক্কায় সোহান তার ইনিংসটি সাজান। তার সেঞ্চুরিতে ভর করে ধানমন্ডি স্পোর্টস ক্লাব ৯ উইকেটে ২৭৭ রান করে। জবাব দিতে নেমে শাইনপুকুর গুটিয়ে যায় ১৮০ রানে।

সোহান বাদে ধানমন্ডির হয়ে রান পেয়েছেন হাবিবুর রহমান সোহান ও সানজামুল ইসলাম। ওপেনিংয়ে নেমে হাবিবুর ৪২ বলে ৪৫ রান করেন ৭ চার ও ১ ছক্কায়। সানজামুল ৫৪ বলে ৪০ রান করেন ২ চার ও ১ ছক্কায়। রান পাননি ফজলে মাহমুদ (১২) ও ইয়াসির আলী চৌধুরী (৬)। শাইনপুকুরের হয়ে বল হাতে ৪৫ রানে ৩ উইকেট নেন রায়ান রাফসান।

আরো পড়ুন:

আজিজুলের ফিফটি, লিটনের ২২, গুলশানের শেষ হাসি

আবাহনীর জয়ের দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ

জবাব দিতে নেমে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে ম্যাচ হাতছাড়া করে শাইনপুকুর। ১১৯ রান তুলতেই তাদের অর্ধেক ব্যাটসম্যান ফেরে সাজঘরে। বাকিরা অল্পস্বল্প রান করে পরাজয়ের ব্যবধান কমিয়ে আনেন। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন রাহিম আহমেদ। ৩৫ রান আসে মিনহাজুল আবেদীনের ব্যাট থেকে। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের এটি পাঁচ ম্যাচে তৃতীয় জয়। অন্যদিকে শাইনপুকুরের সমান ম্যাচে চতুর্থ হার।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শ ইনপ ক র ধ নমন ড র জয় র র ন কর

এছাড়াও পড়ুন:

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। 

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।

১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।

ঢাকা/আহসান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ