Samakal:
2025-05-01@03:32:33 GMT

খালিদবিহীন এক বছর

Published: 18th, March 2025 GMT

খালিদবিহীন এক বছর

‘হয়নি যাবারও বেলা’, ‘সরলতার প্রতিমা’, ‘আবার দেখা হবে’র মতো অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী খালিদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৮ মার্চ। একেবারে নিরবে নিভৃত কাটছে তাঁর  মৃত্যুবার্ষিকী। গত এই দিনে বছর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

খালিদের জন্ম ১ আগস্ট ১৯৬৫ গোপালগঞ্জে। জন্ম নেওয়া শিল্পী খালিদ ১৯৮১ সালে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন। খালিদ মূলত দুই সত্তার একজন চাইম ব্যান্ডের খালিদ, আরেকজন ব্যক্তি খালিদ। খালিদের প্রথম অ্যালবামটি বের হয়েছিল, সেটি নাম ছিল ‘চাইম’।

তাতে গান ছিল ‘নাতিখাতি বেলা গেল’, ‘তুমি জানো না রে প্রিয়’, ‘কীর্তনখোলা নদীতে আমার’, ‘এক ঘরেতে বসত কইরা’, ‘ওই চোখ’, ‘সাতখানি মন বেজেছি আমরা’, ‘আমার জন্য রেখো একটা গান’সহ আরও দুটি ইংরেজি গান। সেই অ্যালবামের ‘নাতিখাতি বেলা গেল’ গানটি ছিল যশোরের কবি হাফিজুর রহমানের লেখা। সুর সংগ্রহ করা হয়েছিল অন্য জায়গা থেকে। সে সময় গানটি তুমুল জনপ্রিয়তা পায়; আর খালিদ হয়ে ওঠেন তরুণ প্রাণের ক্রেজ।

খালিদের প্রথম মৃত্যুবার্ষিকীতে ফেরদৌস ওয়াদি বলেন, ‘খালিদের মায়াবী কণ্ঠ যে এত তাড়াতাড়ি নিস্তব্ধ হয়ে যাবে তা কখনই ভাবনার মধ্যে ছিল না। কী সুন্দর একটা মিষ্টি কণ্ঠ হারিয়ে গেল। তাঁকে আল্লাহ শান্তিতে রাখুক-এ দেয়াই চাইছি’।

জীবনের শেষ প্রান্তে এসে খালিদ একেবারেই গান থেকে যেন দূরে সরে যান। বেছে নেন প্রবাস জীবন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে নিউইয়র্কে বসবাস করতেন। তাঁর এক ছেলে সেখানে পড়াশোনা করেন। খালিদ মাঝেমধ্যে দেশে এলেও একাই থাকতেন। নিজের গণ্ডির বাইরে খুব একটা বের হতেন না। কিছুদিন থাকতেন, ফের উড়াল দিতেন প্রবাসে। এবারও এলেন, কিন্তু আর প্রবাসে ফেরা হলো না। চলে গেলেন অনন্তের পথে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

নায়িকা হতে আসিনি, তবে...

গুটি, সুড়ঙ্গ, মাইশেলফ অ্যালেন স্বপন থেকে ওমর—সব সিনেমা-সিরিজেই প্রশংসিত হয়েছে আইমন শিমলার অভিনয়। অল্প সময়ের উপস্থিতিতেও নিজের ছাপ রাখতে পেরেছেন এই তরুণ অভিনেত্রী। ধূসর চরিত্রেও তিনি সাবলীল, অন্য তরুণ অভিনেত্রীদের থেকে এখানেই আলাদা শিমলা। তবে একটা কিন্তু আছে। এখন পর্যন্ত তাঁর অভিনীত আলোচিত চরিত্রগুলোর সবই চাটগাঁইয়া। শিমলা নিজে চট্টগ্রামের মেয়ে, একটা সময় পর্যন্ত বন্দরনগরীর বাইরে চেনাজানা ছিল সীমিত। এক সিরিজে তাঁর চাটগাঁইয়া ভাষা আলোচিত হওয়ায় পরপর আরও কাজে তাঁকে চাটগাঁইয়া চরিত্রের জন্য ভেবেছেন নির্মাতা।

এ প্রসঙ্গ দিয়েই অভিনেত্রীর সঙ্গে আলাপের শুরু করা গেল। শিমলা জানালেন, এ নিয়ে তাঁর নিজেরও অস্বস্তি আছে। চেষ্টা করছেন ‘চাটগাঁইয়া দুনিয়া’র বাইরে যেতে। সঙ্গে এ–ও জানিয়ে রাখলেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর নিজের চরিত্র পছন্দ করে নেওয়ার সুযোগ কমই ছিল।

‘বেশির ভাগ ক্ষেত্রেই শুটিংয়ের ঠিক আগে জেনেছি চরিত্রটি সম্পর্কে। তখন তো কিছু করার থাকে না। তবে যেসব কাজ করেছি, সবই আলোচিত পরিচালক আর অভিনয়শিল্পীদের সঙ্গে; এ অভিজ্ঞতার মূল্যও কম নয়। শিহাব (শিহাব শাহীন) ভাইয়ের সঙ্গে মাইশেলফ অ্যালেন স্বপন, কাছের মানুষ দূরে থুইয়া, রবিউল আলম রবি ভাইয়ের সঙ্গে ফরগেট মি নট আমাকে সমৃদ্ধ করেছে। এ ছাড়া (শহীদুজ্জামান) সেলিম ভাইয়ের কথা বিশেষভাবে বলব। সুড়ঙ্গ ও ওমর—দুই সিনেমায় তিনি আমাকে অনেক সাহায্য করেছেন,’ বলছিলেন তিনি।

ঈদে মুক্তি পাওয়া এম রাহিমের সিনেমা জংলিতেও আছেন শিমলা। এ ছবিতে অবশ্য তাঁর চরিত্রটি চাটগাঁইয়া ভাষায় কথা বলে না। সে জন্য সিনেমাটি নিয়ে তিনি বেশি উচ্ছ্বসিত। ‘মুক্তির পর থেকে সিনেমা তো বটেই, আমার অভিনীত চরিত্রটি নিয়ে প্রশংসা পাচ্ছি কিন্তু দুঃখের কথা, আমি নিজেই এখনো দেখতে পারিনি। ব্যক্তিগত ঝামেলা, শুটিংয়ে ব্যস্ততার কারণে সম্ভব হয়নি। শিগগিরই আমার টিমের সঙ্গে দেখতে চাই,’ বলছিলেন তিনি।

আইমন শিমলা

সম্পর্কিত নিবন্ধ