ফুটবলে ব্রাজিল–আর্জেন্টিনা দ্বৈরথ এমনিতেই ঐতিহাসিক। প্রতি ম্যাচেই কোনো না কোনো রেকর্ডের পাতা ওলট–পালট হয়। এবারের দ্বৈরথটি অবশ্য মাঠে গড়ানোর আগেই ঐতিহাসিক হয়ে গেছে। সেটা দুই দলের কোচের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার পরই। আর্জেন্টিনা দলে যেমন নেই লিওনেল মেসি, তেমনি ব্রাজিল দলে নেইমারও অনুপস্থিত। দুই দলের সেরা দুই তারকা চোটের কারণে এ ম্যাচে খেলতে পারবেন না। তাতেই এই দ্বৈরথ নিয়ে ইতিহাসের পাতা ওল্টাতে হচ্ছে।

আরও পড়ুনআর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ কবে, কখন, কোথায়৩ ঘণ্টা আগে

কারণ, ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচে মেসি ও নেইমারের অনুপস্থিতি হামেশাই দেখা যায় না। যদি এ প্রশ্ন করা হয়, মেসি ও নেইমার—দুজনের একজনও নেই, এভাবে সর্বশেষ কবে ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচ দেখা গেছে? তাহলে ফিরতে হবে প্রায় ২০ বছর আগে। ২০০৫ সালের ২৯ জুন, অধুনালুপ্ত ফিফা কনফেডারেশনস কাপ ফাইনাল। ফ্রাঙ্কফুর্টের সেই ফাইনালে তেভেজ–রিকেলমেদের আর্জেন্টিনাকে ৪–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল।

এরপর প্রায় দুই দশক ধরে ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচে হয় মেসি, না হয় নেইমার কেউ না কেউ খেলেছেন কিংবা তাঁদের দুজনকেই মুখোমুখি হতে দেখা গেছে।

ইন্টার মায়ামির হয়ে ম্যাচে চোট পান মেসি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব র জ ল আর জ ন ট ন

এছাড়াও পড়ুন:

নায়িকা হতে আসিনি, তবে...

গুটি, সুড়ঙ্গ, মাইশেলফ অ্যালেন স্বপন থেকে ওমর—সব সিনেমা-সিরিজেই প্রশংসিত হয়েছে আইমন শিমলার অভিনয়। অল্প সময়ের উপস্থিতিতেও নিজের ছাপ রাখতে পেরেছেন এই তরুণ অভিনেত্রী। ধূসর চরিত্রেও তিনি সাবলীল, অন্য তরুণ অভিনেত্রীদের থেকে এখানেই আলাদা শিমলা। তবে একটা কিন্তু আছে। এখন পর্যন্ত তাঁর অভিনীত আলোচিত চরিত্রগুলোর সবই চাটগাঁইয়া। শিমলা নিজে চট্টগ্রামের মেয়ে, একটা সময় পর্যন্ত বন্দরনগরীর বাইরে চেনাজানা ছিল সীমিত। এক সিরিজে তাঁর চাটগাঁইয়া ভাষা আলোচিত হওয়ায় পরপর আরও কাজে তাঁকে চাটগাঁইয়া চরিত্রের জন্য ভেবেছেন নির্মাতা।

এ প্রসঙ্গ দিয়েই অভিনেত্রীর সঙ্গে আলাপের শুরু করা গেল। শিমলা জানালেন, এ নিয়ে তাঁর নিজেরও অস্বস্তি আছে। চেষ্টা করছেন ‘চাটগাঁইয়া দুনিয়া’র বাইরে যেতে। সঙ্গে এ–ও জানিয়ে রাখলেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর নিজের চরিত্র পছন্দ করে নেওয়ার সুযোগ কমই ছিল।

‘বেশির ভাগ ক্ষেত্রেই শুটিংয়ের ঠিক আগে জেনেছি চরিত্রটি সম্পর্কে। তখন তো কিছু করার থাকে না। তবে যেসব কাজ করেছি, সবই আলোচিত পরিচালক আর অভিনয়শিল্পীদের সঙ্গে; এ অভিজ্ঞতার মূল্যও কম নয়। শিহাব (শিহাব শাহীন) ভাইয়ের সঙ্গে মাইশেলফ অ্যালেন স্বপন, কাছের মানুষ দূরে থুইয়া, রবিউল আলম রবি ভাইয়ের সঙ্গে ফরগেট মি নট আমাকে সমৃদ্ধ করেছে। এ ছাড়া (শহীদুজ্জামান) সেলিম ভাইয়ের কথা বিশেষভাবে বলব। সুড়ঙ্গ ও ওমর—দুই সিনেমায় তিনি আমাকে অনেক সাহায্য করেছেন,’ বলছিলেন তিনি।

ঈদে মুক্তি পাওয়া এম রাহিমের সিনেমা জংলিতেও আছেন শিমলা। এ ছবিতে অবশ্য তাঁর চরিত্রটি চাটগাঁইয়া ভাষায় কথা বলে না। সে জন্য সিনেমাটি নিয়ে তিনি বেশি উচ্ছ্বসিত। ‘মুক্তির পর থেকে সিনেমা তো বটেই, আমার অভিনীত চরিত্রটি নিয়ে প্রশংসা পাচ্ছি কিন্তু দুঃখের কথা, আমি নিজেই এখনো দেখতে পারিনি। ব্যক্তিগত ঝামেলা, শুটিংয়ে ব্যস্ততার কারণে সম্ভব হয়নি। শিগগিরই আমার টিমের সঙ্গে দেখতে চাই,’ বলছিলেন তিনি।

আইমন শিমলা

সম্পর্কিত নিবন্ধ