রোজার দিনে এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যে আমরা ধন্দে পড়ে যাই, রোজাটা আসলেই নষ্ট হয়ে গেল কিনা। আসুন, এ সম্পর্কে কয়েকটি মাসআলা জেনে নিই।
মাসআলা ১: রোজা অবস্থায় মুখে জমা থুতু বা লালা গিলে ফেলার কারণে রোজার ক্ষতি হয় না। কিন্তু মুখ থেকে রক্ত বের হলে সেই রক্ত থুতুর সঙ্গে গিলে ফেললে তাতে রোজা ভেঙে যাবে। তবে থুতুর চেয়ে রক্তের পরিমাণ কম হলে এবং গিলে ফেলার সময় রক্তের অনুভূতি না পেলে রোজা নষ্ট হবে না। (কিতাবুল ফিকহ, ১/৯২০)
মাসআলা ২: দাঁতের ফাঁকে গোশত বা সুপারির অংশ অথবা অন্য কোনও বস্তু কিংবা খাদ্যদ্রব্য আটকে থাকলে তা যদি খিলাল বা জিহ্বা দিয়ে বের করে ফেলা হয়, তাহলে রোজা নষ্ট হবে না। কিন্তু তা বের না করে যদি গিলে ফেলে এবং সেই খাদ্যদ্রব্য একটি ছোলা বুটের সমান বা এর চেয়ে বেশি পরিমাণের হয়, তাহলে রোজা ভেঙে যাবে। এর কম হলে রোজা নষ্ট হবে না। তবে তা যদি মুখ থেকে বের করে এনে পরে আবার গিলে ফেলে, তবে খাদ্যটি এই পরিমাণের চেয়ে কম হলেও রোজা ভেঙে যাবে। (ফাতাওয়া আলমগিরি, ১/২০৮)
মাসআলা ৩: চোখের দু-এক ফোঁটা পানি মুখে চলে গেলে রোজার ক্ষতি হয় না। ইবনে আব্বাস (রা.
মাসআলা ৪: সুস্থ অবস্থায় রোজার নিয়ত করার পর যদি অজ্ঞান, অচেতন বা পাগল হয়ে যায় তাহলে রোজা নষ্ট হবে না। নাফে (রহ.) বলেন, ইবনে ওমর (রা.) নফল রোজা অবস্থায় বেহুঁশ হয়ে যেতেন কিন্তু এ-কারণে রোজা ভেঙে ফেলতেন না। (বাইহাকি, সুনানুল কুবরা, ৪/২৩৫)
মাসআলা ৫: রোজা অবস্থায় প্রয়োজনে জিহ্বা দিয়ে কোনও স্বাদ নেওয়া বা প্রয়োজন হলে শিশুর জন্য খাদ্য চিবানো মাকরুহ নয়। সতর্ক থাকতে হবে, স্বাদ যেন গলার ভেতরে চলে না যায়। রোজাদার নারী তার শিশুর জন্য খাদ্য চিবানোকে ফকিহ ইবরাহিম নাখায়ি (রহ.) দোষের মনে করতেন না। (মুসান্নাফে আবদির রাজ্জাক, ৪/২০৭)
মাসআলা ৬: রোজা রেখে টুথ পাউডার ইত্যাদি ছাড়া শুধু মিসওয়াক করা মাকরুহ নয়। এতে রোজার ক্ষতি হয় না; বরং অন্য সময়ের মতো রোজা রেখে মিসওয়াক করা সুন্নত। আমির ইবনে রাবিয়া (রা.) বলেন, নবীজিকে (সা.) আমি রোজা অবস্থায় বহুবার মিসওয়াক করতে দেখেছি। (বুখারি, ১/২৫৯); মুসান্নাফে আবদির রাজ্জাক, ৪/২০০)
মাসআলা ৭: সাহরিতে কেউ এত খেয়েছে যে, সূর্যোদয়ের পর তার ঢেকুর আসতে শুরু করেছে, সঙ্গে পানিও বের হচ্ছে, এতে রোজার ক্ষতি হবে না। (ফাতাওয়া রশিদিয়া, ৩৭১)
সুতরাং এই সকল অবস্থায় প্রথমেই রোজা নষ্ট হয়ে গেছে মনে করে ইচ্ছাকৃত খাবারে মনোযোগ দেওয়া উচিত হবে না। প্রয়োজনে যোগ্য আলেমদের সহায়তা নিন।
আরও পড়ুনযে কারণে রোজা ভেঙে যায়০৪ মার্চ ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: অবস থ য়
এছাড়াও পড়ুন:
কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ
তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?
সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’
এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’
আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫