সিদ্ধিরগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল হান্নান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে উত্তম-মাধ্যম দিয়েছে সাধারণ ছাত্র-জনতা।

পরে ঘটনাস্থলে পৌছে জনতার রষানল থেকে আব্দুল হান্নানকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীর কদমতলী এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ধর্ষণের চেষ্টাকারী আব্দুল হান্নানকে আটক করে উত্তম-মাধ্যম দেয়। পরে খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত ও যুগ্ম সদস্য সচিব ইমন আহমেদ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ সময় উপস্থিত ছিলো সিদ্ধিরগঞ্জ থানার সংগঠক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যনাসির, তামিম, ফাহিম ও অন্তর।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত জানান, কিছুদিন আগে আমাদের ছোট বোন আছিয়া খুব কষ্টের মাধ্যমে পৃথিবী থেকে চলে গেছে। আজ আমার আরেকটি ছোট বোনের আছিয়ার মতো অবস্থা হতে নিয়েছিল। ভাগ্যিস ছাত্র জনতার হাতে ধরা পড়ে গিয়েছে লম্পট ব্যক্তিটি। 

আজ দেশে ধর্ষকের কঠোর ও ভয়ানক শাস্তি নেই বলে দিন দিন ধর্ষকের সংখ্যা বেড়েই চলেছে। ধর্ষকের শাস্তি জনসম্মুখে হতে হবে। যাতে কেউ কু-নজরে তাকানোর সাহস না পায় কোন  লম্পট।

প্রশাসন আমাদের মা-বোনদের নিরাপত্তা দিতে না পারলে আমরাই আমাদের মা-বোনদের জন্য নিরাপত্তার দেয়াল হয়ে দাঁড়াবো। গড়ে তুলবো সামাজিক আন্দোলন। 

যুগ্ম সদস্য সচিব মোঃ ইনন আহমেদ জানান, ধর্ষণের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। ধর্ষকের শাস্তি কঠোর ও ভয়ানক হতে হবে। ধর্ষকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। দেশের মানুষকে নিরাপত্তা দিতে হলে প্রশাসনকে আরও চৌকশ হতে হবে।

এদিকে শিশুটির মা মুক্তা আক্তার বাদী হয়ে আটকৃত আব্দুল হান্নানকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি এজাহার দিয়েছেন।

এজাহারে তিনি উল্লেখ করেন, বুধবার দুপুর ২টার দিকে তিনি তার বড় বোন রানী বেগমকে ডাক্তার দেখাতে যান। এসময় তার ৭ বছরের শিশু কণ্যা বাসায় ছিল। ডাক্তার দেখিয়ে বাসায় এসে মুক্তা আক্তার দেখেন তার মেয়ে বাসায় নাই।

পরে তিনি সহ পরিবারের লোকজন মেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে বিকাল সোয় ৩টার দিকে কদমতলী উত্তরপাড়াস্থ একটি নির্মাণাধীন বাড়ির ছাদে মেয়ের চিৎকার শুনেন। 

সেখানে গিয়ে দেখেন আব্দুল হান্নান তার মেয়ের গালে ও ঠোঠে চুমু দিচ্ছে এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীতাহানী করছে। এসময় মুক্তা আক্তার চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আব্দুল হান্নানকে আটক করে মারধর করে।

মুক্তা বেগম এজাহারে আরও উল্লেখ করেন, এসময় শিশুটি উপস্থিত সবার সামনে বলে, খেলা-ধুলা করার অবস্থায় তাকে চকলেট কিনে দেয়ার কথা বলে ছাদে নিয়ে যায় ওই লোকটি। এবং তার গালে এবং মুখে চুমু দেয়, শরীরের বিভিন্ন জায়গায় হাত দে

য়। তখন সে চিৎকার করতে থাকলে বিবাদী আমার মেয়েকে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদান করে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ আম দ র

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ বিএনপি নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫০) পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তারা হলেন, উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপি নেতা রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন।

বুধবার (৩০ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

আরো পড়ুন:

উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

কুষ্টিয়া প্রেস ক্লাবে বিএনপির অভিযোগ বক্স, যা পাওয়া গেল

এর আগে সকালে আড়াই হাজার উপজেলায় জাহাঙ্গীর ভূইয়া খুন হন। নিহতের ছেলে রা‌সেল জানান, ৫ আগ‌স্টের পর বিএন‌পির নির্বাহী ক‌মি‌টির সদস্য মাহমুদুর রহমান সুম‌নের অনুসা‌রী মাহমুদপুর ইউনিয়‌ন বিএন‌পির সা‌বেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সালমদী বাজা‌রে তার বাবার কাছ থে‌কে বছ‌রে ৩০ হাজার টাকা ভাড়ায় ৩‌টি দোকান ভাড়া নেন। এর এক‌টি দোকা‌নে বিএন‌পির কার্যালয় স্থাপন ক‌রেন। বা‌কি দু‌টি দোকানের ভাড়া প‌রি‌শোধ কর‌লেও যে দোকানে বিএন‌পির কার্যালয় ক‌রে‌ছেন, সে‌টির ভাড়া প‌রি‌শোধ কর‌ছি‌লেন না। 

তিনি আরো জানান, আজ বুধবার (৩০ জুলাই) সকাল সা‌ড়ে ১১টার দি‌কে তার বাবা জাহাঙ্গীর ভূইয়া ভাড়া চাইতে বিএন‌পি কার্যাল‌য়ে তোতা মেম্বা‌রের কা‌ছে যান। ভাড়া চাইলে তোতা মেম্বার টালবাহানা শুরু ক‌রেন। এ সময় উভ‌য়ের ম‌ধ্যে বাগ‌বিতণ্ডা হয়। এক পর্যা‌য়ে তার বাবাকে তোতা মেম্বার চড় দেন। এ খবর পে‌য়ে তোতা মেম্বা‌রের ছে‌লে খোকন, রা‌সেল, ভা‌তিজা সাদ্দাম, আলমসহ ক‌য়েকজন তার বাবা‌কে বিএন‌পি কার্যাল‌য়ের ভেত‌রে এলোপাতা‌ড়ি মারধর ক‌রেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।
 

ঢাকা/অনিক/বকুল 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জের ৩টি সংসদীয় আসনের সীমানা পুনর্নিধারণ হচ্ছে
  • তেল চোর দেলোয়ারকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করবেন : টিপু
  • নারায়ণগঞ্জে পিটিয়ে হত্যার ঘটনায় ৫ বিএনপি নেতা বহিষ্কার
  • উপদেষ্টা আসিফের সমর্থকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • সোনারগাঁয়ে মাদ্রাসায় কমিটি গঠনের বিরুদ্ধে মানববন্ধন
  • ফতুল্লার  শিবু মার্কেট এলাকায় মাও. জব্বারের গণসংযোগ,: ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থী
  • সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে মাছের পোনা অবমুক্ত করলো বিএনপি
  • ‘এইচ টি ইমামের’ বন্ধ কারখানায় ডাকাতির চেষ্টা, আটক ৬
  • প্রয়াত বিএনপি নেতা মাহমুদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির দোয়া
  • গজারিয়ায় প্রতিপক্ষের গুলিতে ‘শুটার’ মান্নান নিহত