নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে চলাচলকারী ৬টি নৌযানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে বিআইডব্লিউটিএ'র ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে নৌ নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ নারায়ণগঞ্জ নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন শীতলক্ষ্যা নদীর কাঁচপুর ব্রীজ হতে রুপসী পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বিআইডব্লিউটিএ'র নৌ নিরাপত্তা বিভাগের উপপরিচালক নাহিদ হোসেন, পরিদর্শক হাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা এবং নৌ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। 

পরিদর্শক হাফিজুর রহমান জানান, অভিযানকালে  ১০-১৫ টি নৌযান পরিদর্শন করা হয়। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬ টি নৌযানকে সর্বমোট ৯০,০০০/ (নব্বই ) হাজার টাকা জরিমানা করা হয়।

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: শ তলক ষ য ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

কষ্টি পাথরের শিবলিঙ্গসহ গ্রেপ্তার ৩

১২ ইঞ্চি লম্বা কষ্টি পাথরের শিবলিঙ্গসহ তিন পাচারকারীকে আটক করেছে সিরাজগঞ্জ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (১ নভেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

এরআগে, শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে জেলার উল্লাপাড়ার দবিরগঞ্জ গ্রামের হামিদুর রহমান লাবুর নিজ বাড়ি থেকে শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- উল্লাপড়ার ভেংরী গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম বাবলু (৫০), একই উপজেলার দবিরগঞ্জ গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে শহিদুল ইসলাম (৫২) ও আবুল কাশেমের ছেলে কফিল উদ্দিন (৪৮)।

পুলিশ সুপার প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে শুক্রবার বিকালে উপজেলার দবিরগঞ্জ গ্রামের হামিদুর রহমান লাবুর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার নিজ বাড়ির একটি ঘর থেকে ১২ ইঞ্চি লম্বা এবং ৯৪.২৬০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গ উদ্ধার করা হয়। এসময় তিন জন পাচারকারীকে আটকসহ একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিদেশে পাচারের জন্য এই মূল্যবান কষ্টি পাথরের তৈরি শিবলিঙ্গটি তাদের নিকট রাখা হয়। এঘটনায় সলঙ্গা থানায় মামলাসহ উদ্ধারকৃত আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/অদিত্য/এস

সম্পর্কিত নিবন্ধ

  • ‘নির্বাচনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে’ 
  • ডুবচরে আটকা পড়া ‘বোগদাদিয়া ৭’ এর যাত্রীরা নিরাপদে
  • সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও ২১ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • কষ্টি পাথরের শিবলিঙ্গসহ গ্রেপ্তার ৩
  • সেন্টমার্টিনের দ্বার খোলা, ছাড়েনি জাহাজ
  • রূপগঞ্জে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ 
  • সেন্টমার্টিনের দ্বার খুলছে শনিবার, জাহাজ চালাবেন না মালিকরা
  • সুনামগঞ্জে জমি থেকে ৫ কোটি টাকার বালু চুরির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
  • উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীন বরণ
  • নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন বরণ