রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ী ও তার ভাইকে পিটিয়ে আহত
Published: 20th, March 2025 GMT
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রতিপক্ষের লোকজন এক ব্যবসায়ী ও তার ভাইকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নাইম আল মাসুদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী নাইম আল মাসুদ জানান, তিনি গন্ধর্বপুর এলাকায় একটি প্রিন্টিং কারখানা স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছে। নাইমের বাড়ির পাশে সরকারিভাবের রাস্তা নির্মাণের কাজ চলছে। তার প্রতিবেশী নজরুল ইসলাম, অলিউল্লাহ, সাইফুদ্দিন, আফাজউদ্দিন, সাদ্দাম হোসেন, হযরত আলী সেই রাস্তা নাইমের বাড়ির থেকে সংযোগ সড়ক দেওয়ার জন্য ২ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নাইমকে এলোপাথারিভাবে পিটিয়ে গুরুতর আহত করে। নাইমের ভাই ছায়েম তাকে বাচাঁতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তাদের সাথে থাকা ৫০ হাজার টাকাও তারা লুট করে নিয়ে যায় । এ ব্যাপরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ ধরনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে