ঝিনাইদহে ‘সালিসে ডেকে’ বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যা, অভিযোগ জামায়াত কর্মীদের বিরুদ্ধে
Published: 21st, March 2025 GMT
ঝিনাইদহের মহেশপুরে সালিসে ডেকে নিয়ে বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জামায়াতের স্থানীয় কর্মী-সমর্থকেরা জড়িত বলে অভিযোগ করেছেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান।
নিহত জাফর আলী উপজেলার কাজীরবেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও সামন্তা গ্রামের জীবননগরপাড়ার বাসিন্দা।
মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, একটি গাছের মালিকানা নিয়ে জাফর আলীর সঙ্গে স্থানীয় জামায়াত কর্মী আমির মোড়ল, সজীব হোসেন, তরইসলাম ও আব্বাস আলীর বিরোধ ছিল। বিরোধ নিষ্পত্তির জন্য গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জাফরকে বাড়ি থেকে ডেকে গ্রামের এক মোড়ে নিয়ে যান তাঁরা। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে উপস্থিত লোকজন তাঁকে পেটাতে শুরু করেন। একপর্যায়ে তিনি মারা যান।
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে গতকাল রাতেই সামন্তা গ্রামে বিক্ষোভ মিছিল করেন বিএনপির সমর্থকেরা। খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় বর্তমানে চাপা উত্তেজনা বিরাজ করছে। আজ শুক্রবার বেলা তিনটার দিকে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে উপজেলা বিএনপি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। ঘটনার পর থেকেই তাঁরা পলাতক। মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক হোসেন এ বিষয়ে বলেন, ‘এটি একটি স্থানীয় বিষয়, কোনো রাজনৈতিক ব্যাপার জড়িত নেই। সেখানে সব দলের লোকজন ছিলেন। জামায়াতের কর্মীরা পিটিয়ে মেরেছেন, এটা ঠিক নয়।’
এর আগে ১২ মার্চ রাতে মহেশপুর উপজেলার শ্যামকুড় মাদ্রাসা মোড় এলাকায় বিএনপি-জামায়াত সংঘর্ষে ৬ জন আহত হয়েছিলেন। সেই রেশ কাটতে না কাটতে এবার বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানিয়েছেন, গতকাল রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহেশপুর থানায় আনা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প
বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।
এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।
ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়