সত্তরের দশকে রাজধানীর পল্টনের পলওয়েল সুপার মার্কেট ছিল বিলাসী ইলেকট্রনিক ও প্রসাধনসামগ্রীর জন্য বিখ্যাত। ব্যাগসের রুলসের আওতায় বিদেশ থেকে বিভিন্ন ব্যক্তির আনা এসব পণ্য পাইকারি ও খুচরায় বিক্রি করা হতো এই মার্কেটে। পরে গুলিস্তানে স্টেডিয়াম মার্কেট চালুর পর পলওয়েলের ইলেকট্রনিকসের ব্যবসায় ধস নামে। এরপর ব্যবসার ধরনের বদল আসে মার্কেটিতে।
ইলেকট্রনিক সামগ্রীর বদলে নারী, পুরুষ ও শিশুদের বিদেশি পোশাক ও জুতা, বেল্ট, কেডসসহ নানা সামগ্রী বিক্রি হয় মার্কেটটিতে। এসব সামগ্রীর বড় অংশ আমদানি করা হয় চীন, থাইল্যান্ড, ভিয়েতনাম, ভারত, কোরিয়া, ইংল্যান্ড, ইতালিসহ বিভিন্ন দেশ থেকে। ভিনদেশি পণ্যের জন্য মার্কেটটির আলাদা পরিচিতিও রয়েছে।
১৯৬৬ সালে একতলা ভবনে ৩৩টি দোকান নিয়ে যাত্রা শুরু হয়েছিল পলওয়েল মার্কেটের। এটির মালিকানার সঙ্গে শুরু থেকে যুক্ত ছিল বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি। এ কারণে এটি পুলিশের মার্কেট হিসেবেও পরিচিত। যেহেতু মালিকানার সঙ্গে পুলিশ জড়িত, তাই শুরু থেকে এই মার্কেটে পুলিশের পোশাক থেকে শুরু করে ব্যবহার্য নানা সামগ্রী পাওয়া যায়।
৬০ বছরের পুরোনো এই মার্কেটে সময়ে সময়ে ব্যবসার ধরন পাল্টেছে। তার সঙ্গে পরিসরও বেড়েছে মার্কেটটির। ১৯৮৮ সালে এসে মার্কেটটি ছয়তলা মার্কেটে পরিণত হয়। দোকানের সংখ্যা ৩৩ থেকে বেড়ে দাঁড়ায় ৩৬৫টিতে। মার্কেটটির ব্যবসায়ীরা বলছেন, পরিসর বড় হওয়ার পর নব্বইয়ের দশকে জমজমাট হয় বেচাবিক্রি। যেহেতু এই মার্কেটের পণ্যের বড় অংশই ছিল আমদানিনির্ভর, সে জন্য দেশের প্রায় সব এলাকার ব্যবসায়ীরা এই মার্কেটে আসতেন পাইকারিতে পণ্য কিনতে। ২০১০ সাল পর্যন্ত রমরমা ব্যবসা করেছেন এখানকার প্রায় সব ব্যবসায়ী। ২০১০ সালের পর থেকে পণ্য আমদানি সহজ হয়ে গেলে পলওয়েলের ব্যবসায়ও ভাটার টান লাগে। কারণ, দেশজুড়ে পণ্য আমদানিকারকের সংখ্যা বেড়েছে। তাতে পলওয়েলের একচেটিয়া ব্যবসা খর্ব হয়। তবে এখনো পুরোপুরি জৌলুশ হারায়নি মার্কেটটি।
৩২ বছর ধরে পলওয়েল সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন আবদুল কাইয়ুম। তিনি প্রথম আলোকে বলেন, এই মার্কেটের ব্যবসা কমলেও পুরোপুরি জৌলুশ হারায়নি। এখনো সারা দেশের চামড়াজাত বেল্টের ৭০ শতাংশ চাহিদা পূরণ করেন এই মার্কেটের ব্যবসায়ীরা। দেশের ৬৪ জেলায় সরবরাহ হচ্ছে এখানকার পণ্য।
রাজধানীর নামীদামি ব্র্যান্ডের দোকান থেকে আমদানি করা যে টি-শার্ট ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হয়, সেই টি-শার্ট এই মার্কেট থেকে ১ হাজার ২০০ টাকায় কিনতে পারি আবুল হোসেন, বেসরকারি চাকরিজীবীপলওয়েল দোকান মালিক সমিতি সূত্রে জানা যায়, নব্বইয়ের দশকে যখন রমরমা ব্যবসা ছিল, তখন মার্কেটের সব আমদানিকারক মিলে দিনে ১০ থেকে ১২ কনটেইনার পণ্য আমদানি করতেন। একেকটি কনটেইনারে গড়ে ২০ হাজার মার্কিন ডলারের পণ্য থাকত। এখন সেই সংখ্যা কমে ১–২টি কনটেইনারে নেমেছে। সূত্র জানায়, বর্তমানে পলওয়েল মার্কেটের ১৫-২০ জন আমদানিকারক বিদেশ থেকে নানা পণ্য আমদানি করেন। পরে তাঁদের কাছ থেকে এসব পণ্য কিনে মার্কেটের দোকানিরা পাইকারি ও খুচরায় বিক্রি করেন।
একসময় ঢাকা ও সারা দেশ থেকে দিনে ১০ থেকে ১৫ হাজার মানুষ প্রতিদিন কেনাকাটা করতে আসতেন পলওয়েল মার্কেটে। সেই সংখ্যা এখন কমে ৪ থেকে ৫ হাজারে নেমেছে। সার্বিকভাবে ব্যবসা কমে যাওয়ায় ঈদের বাজারও এবার খুব বেশি জমেনি। গত সোমবার এই মার্কেটের বর্তমান ব্যবসার খোঁজখবর নিতে পলওয়েল মার্কেটে যান এই প্রতিবেদক। এ সময় মার্কেটের দোকান মালিক সমিতির নেতাদের পাশাপাশি পাইকারি ও খুচরা বিক্রেতা এবং বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে কথা হয়। তাঁরা জানান, এই মার্কেটে পাইকারি দামে পণ্য বিক্রি হয় বলে পণ্যের দাম তুলনামূলক কিছুটা কম। এ কারণে অনেকে এখনো একটু কম দামে পণ্য কিনতে এই মার্কেটে আসেন।
গত সোমবার যাত্রাবাড়ী থেকে টি–শার্ট কিনতে এসেছিলেন বেসরকারি চাকরিজীবী আবুল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘রাজধানীর নামীদামি ব্র্যান্ডের দোকান থেকে আমদানি করা যে টি–শার্ট ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হয়, সেই টি–শার্ট এই মার্কেট থেকে ১ হাজার ২০০ টাকায় কিনতে পারি। এ কারণে এত দূর থেকে এই মার্কেটে এসেছি কেনাকাটা করতে।’
দোকানিরা বলছেন, পাইকারি ও খুচরায় আশানুরূপ বিক্রি হয়নি। এখন তাঁরা রমজানের শেষের দিকের ভালো ব্যবসার আশায়। এই মার্কেটে ৩০ বছর ধরে ব্যবসা করছেন সুপ্তি ফ্যাশনের স্বত্বাধিকারী শরিফ হোসেন। তিনি বলেন, ‘একসময় ঈদে ২ থেকে ৩ লাখ টাকার পণ্য বিক্রি করেছি। এখন সেটি কমে ৩০ থেকে ৪০ হাজারে নেমেছে।’
পলওয়েলে বিক্রি হওয়া বিদেশি নানা পণ্যের মধ্যে রয়েছে বিদেশি ব্র্যান্ডের জুতাও। মার্কেটের তৃতীয় তলায় রকল্যান্ড নামক দোকানে পাওয়া
যাচ্ছে থাইল্যান্ডের গ্যাম্বল ও কোরিয়ার কে টু ব্র্যান্ডের জুতা। এসব জুতার দাম ১ হাজার থেকে ৪ হাজার টাকা। এ ছাড়া পাওয়া যায় বিশ্ববিখ্যাত ব্র্যান্ড নাইকি ও অ্যাডিডাসের রেপ্লিকাও। রকল্যান্ডের ব্যবস্থাপক মোহাম্মদ উল্লাহ বলেন, ‘রেপ্লিকা জুতাগুলো ফার্স্ট কপি, তাই মান তুলনামূলক ভালো। খুচরা বিক্রির পাশাপাশি পাইকারিতেও আমরা এসব জুতা বিক্রি করি।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এই ম র ক ট র র ব যবস য় ব যবস র
এছাড়াও পড়ুন:
নিউইয়র্কের মেয়র নির্বাচনে রেকর্ডসংখ্যক আগাম ভোট, তরুণেরা কেন আগাম ভোট দিচ্ছেন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচন সামনে রেখে ৭ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচন বাদে অন্য কোনো নির্বাচনে নিউইয়র্কে এটাই সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা। আগামীকাল ৪ নভেম্বর নিউইয়র্ক নগরে মেয়র পদে ভোট গ্রহণ হতে যাচ্ছে।
গতকাল রোববার ছিল আগাম ভোট দেওয়ার শেষ দিন। এদিন প্রায় ১ লাখ ৫১ হাজার মানুষ আগাম ভোট দিয়েছেন। নগরের নির্বাচন কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, আগাম ভোট গ্রহণ শুরুর পর থেকে এটি এক দিনে সর্বোচ্চ ভোট পড়ার ঘটনা। তা ছাড়া এদিন ৩৫ বছরের কম বয়সী ভোটারদের উপস্থিতিও বেশি ছিল। এর মধ্য দিয়ে আগাম ভোট দেওয়া ভোটারদের গড় বয়সও কমে এসেছে। গড় বয়স ৫০ বছরে নেমে এসেছে।
আগের সপ্তাহের প্রথম দিকে কম বয়সী ভোটারের উপস্থিতি কম ছিল। ওই সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩৫ বছরের কম বয়সী প্রায় ৮০ হাজার নিউইয়র্কবাসী ভোট দিয়েছিলেন। তবে গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত এই সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। এ সময়ের মধ্যে ৩৫ বছরের কম বয়সী ১ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন, যার মধ্যে শুধু গতকাল রোববারই এ বয়সী ভোটারের সংখ্যা ছিল ৪৫ হাজারের বেশি।
আরও পড়ুনমামদানিকে বারাক ওবামার ফোন, করলেন নির্বাচনী প্রচারের প্রশংসা০২ নভেম্বর ২০২৫নিউইয়র্কে চলতি বছর মেয়র নির্বাচনে আগাম ভোটের সংখ্যা ২০২১ সালে অনুষ্ঠিত মেয়র নির্বাচনের তুলনায় চারগুণের বেশি। এই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি তাঁর দুই প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো ও কার্টিস স্লিওয়ার চেয়ে এগিয়ে আছেন।
নিউইয়র্কে চলতি বছর মেয়র নির্বাচনে আগাম ভোটের সংখ্যা ২০২১ সালে অনুষ্ঠিত মেয়র নির্বাচনের তুলনায় চারগুণের বেশি। এই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি তাঁর দুই প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো ও কার্টিস স্লিওয়ার চেয়ে এগিয়ে আছেন।নিউইয়র্কে সর্বপ্রথম মেয়র নির্বাচনে আগাম ভোট দেওয়ার সুযোগ তৈরি হয় ২০২১ সালে। ওই নির্বাচনে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ আগাম ভোট দিয়েছিলেন। তবে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়নি। ওই নির্বাচনে এরিক অ্যাডামস তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্লিওয়াকে দ্বিগুণের বেশি ভোটে হারিয়েছিলেন।
অবশ্য চলতি বছর নিউইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোট দেওয়া মানুষের সংখ্যা গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোটকে ছাড়াতে পারেনি। প্রেসিডেন্ট নির্বাচনে ১০ লাখ মানুষ আগাম ভোট দিয়েছিলেন। তবে প্রেসিডেন্ট নির্বাচনের তুলনায় মেয়র নির্বাচনে আগাম ভোট দেওয়া মানুষের বয়স তুলনামূলক কম। এটা অবাক করা বিষয়। কারণ, সাধারণত যারা আগাম ভোট দেন তাঁদের গড় বয়স মোট নিবন্ধিতদের গড় বয়সের তুলনায় বেশি হয়ে থাকে।
আরও পড়ুনব্যালটে মামদানি, অদৃশ্য ‘প্রার্থী’ ট্রাম্প১ ঘণ্টা আগেচলতি বছরের মেয়র নির্বাচনে আগাম ভোটের সংখ্যা ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের তুলনায়ও অনেক বেশি। ওই সময় নিউইয়র্কে প্রায় ৪ লাখ ৩৩ হাজার মানুষ আগাম ভোট দিয়েছিলেন। সে সময় আগাম ভোট দেওয়া ভোটারের অধিকাংশের বয়স ছিল ৫৫ বছরের বেশি।
চলতি বছরের মেয়র নির্বাচনে আগাম ভোটের সংখ্যা ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনের তুলনায়ও অনেক বেশি। ওই সময় নিউইয়র্কে প্রায় ৪ লাখ ৩৩ হাজার মানুষ আগাম ভোট দিয়েছিলেন। সে সময় আগাম ভোট দেওয়া ভোটারদের অধিকাংশের বয়স ছিল ৫৫ বছরের বেশি।গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দেওয়া মানুষের গড় বয়স ছিল ৫১ বছর। তবে এবার মেয়র নির্বাচনে আগাম ভোটারদের গড় বয়স আরও কমে ৫০ বছরে নেমেছে।