মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক গ্রন্থাগারে কানাডার নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। গ্রন্থাগারটি কানাডার কুইবেক প্রদেশ ও যুক্তরাষ্ট্রের ভারমন্ট অঙ্গরাজ্যের সীমান্ত এলাকায় অবস্থিত। গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে হ্যাসকেল ফ্রি লাইব্রেরি ও ওপেরা হাউস জানায়, তারা আর ভবনটিতে কানাডীয়দের প্রবেশের সুযোগ দেবেন না।

অপেরা হাউস উদ্বোধনের এক বছর পর ১৯০৫ সালে গ্রন্থাগারটি প্রথম যাত্রা শুরু করে। ইচ্ছাকৃতভাবে এটি সীমান্তের দুই অংশে নির্মাণ করা হয়। এটি কানাডা ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও সৌহার্দ্যের প্রতীক। এ গ্রন্থাগারে কানাডীয়দের প্রবেশ বন্ধ করায় আন্তঃসীমান্ত সহযোগিতাও দুর্বল হবে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন ও কানাডা সরকারের উত্তেজনার মধ্যে এ সিদ্ধান্ত এলো। 

গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট পদে শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প কানাডাকে অঙ্গরাজ্য করার আশার কথা জানান। এর জেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় কানাডা। দেশটি সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সামান্য সম্ভাবনাও কানাডার নেই। তিনি এটাকে ‘নরকে তুষারবিন্দু’র সঙ্গে তুলনা করেন। 

তবে ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপের বিরোধিতা আসছে খোদ যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই। ভারমন্টের সিনেটর পিটার ওয়েলচ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, হ্যাসকেল ফ্রি লাইব্রেরি গ্রন্থাগারে কানাডার নাগরিকদের প্রবেশ বন্ধ করার খবর বিরক্তিকর। যদি এটা সত্য হয়, তবে তা প্রতিবেশী ও মিত্র দেশটির সঙ্গে উস্কানিমূলক আচরণ। ভারমন্ট কানাডাকে ভালোবাসে। সংস্কৃতির ভাগিদারির মাধ্যমে দুই দেশ অংশীদারিত্ব উদযাপন করে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র প রব শ

এছাড়াও পড়ুন:

জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী আগামী ৩১ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপাচার্যের কাউন্সিল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান তফসিল ঘোষণা করেন।

নির্বাচনি তফসিল অনুযায়ী, আগামী ১২ মে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। ২১ মে বিকেল ৫টা পর্যন্ত ভোটার তালিকা সম্পর্কে আপত্তি ও মতামত গ্রহণ করা হবে। ৩০ জুন চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে। 

নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক প্রার্থীগণ ১ থেকে ৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। ১ থেকে ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীগণ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ জুলাই।

মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করা হবে ১১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আপিলের শুনানি গ্রহণ ও রায় ঘোষণা করা হবে ১৩ জুলাই বিকেল ৫টা পর্যন্ত।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৫ জুলাই। ১৬ থেকে ২৮ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৬ জুলাই।

১৯৯২ সালে সর্বশেষ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের জাকসু নির্বাচন।

ঢাকা/আহসান/রাজীব

সম্পর্কিত নিবন্ধ