পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারামুক্তি সম্ভব। তবে এর জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে। ২০২৩ সালের ৯ মে দাঙ্গার ঘটনায় তিনি যদি মন থেকে ক্ষমা চান, তবে তিনি মুক্তি পেতে পারেন। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ এ কথা বলেছেন।

দুর্নীতির মামলায় ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় ওই বছরের ৯ মার্চ পাকিস্তানজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে। বেশ কিছু সেনা স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দাঙ্গার জন্য সরকারের পক্ষ থেকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) দায়ী করা হয়।

পাকিস্তানের জিও নিউজের জিগরা নামের অনুষ্ঠানে রানা সানাউল্লাহ বলেন, ইমরান খান দেশকে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে ফেলে দিয়েছিলেন।

তিনি মনে করেন, তাঁর কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিপ্লব করতে পারবেন। কিন্তু বিপ্লবের কোনো সুযোগ নেই। শুধু রাজনৈতিক সংগ্রাম বিজয় আনতে পারে। তিনি আরও বলেন, গত নভেম্বরের ২৪ থেকে ২৬ তারিখে পিটিআই ইসলামাবাদে যে সমাবেশ কর্মসূচি করেছিল, এ রকম পদ্ধতিতে সফলতা পাওয়া যাবে না।

রানা সানাউল্লাহ আরও বলেন, ৯ মের ঘটনায় যদি ইমরান ক্ষমা চান, তবে আলোচনা এগোতে পারে। এর আগে তিনি বলেছিলেন, আদালত যদি ইমরানকে মুক্তি দেন, তবে শাহবাজ শরিফের সরকারের পক্ষ থেকে ইমরানকে ছেড়ে দিতে কোনো আপত্তি নেই। ইমরান খান বিভিন্ন মামলায় এক বছরের বেশি সময় ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী।

আরও পড়ুনআদালতের কাছে ক্ষমা চাইলেন ইমরান খান২২ সেপ্টেম্বর ২০২২.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইমর ন খ ন র ঘটন

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ