বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ফরম্যাটে বদল, ওয়ানডে বাতিল
Published: 23rd, March 2025 GMT
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আসন্ন দ্বিপাক্ষিক সিরিজে বড় পরিবর্তন এসেছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী যেখানে ওয়ানডে ম্যাচ থাকার কথা ছিল, সেখানে এখন শুধু টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে, সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, যা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এসব প্রতিযোগিতা সামনে রেখে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে এই মুহূর্তে ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টিতে বেশি মনোযোগ দেওয়া জরুরি। তাই দুই সিরিজ থেকেই ওয়ানডে ম্যাচ বাদ দেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, মে মাসে বাংলাদেশ দল পাকিস্তান সফর করবে। আগের সূচি অনুসারে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিরিজটি হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আরো পড়ুন:
ঈশানের মেইডেন সেঞ্চুরিতে হায়দরাবাদের দুর্দান্ত জয়
বাংলাদেশের কোচ-অধিনায়ক চূড়ান্ত হবে সোমবার
এরপর, জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। তখনও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও সেটিও বদলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিণত হয়েছে। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২০, ২২ ও ২৪ জুলাই।
মূলত বাংলাদেশ ও পাকিস্তান উভয় দলই পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড়ের জায়গায় নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে। তাই টি-টোয়েন্টি দলকে আরও পরিণত করতে বেশি ম্যাচ খেলার প্রয়োজন বলে মনে করছে বোর্ড।
জাতীয় দলের ক্রিকেটাররা বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। লিগ শেষে আগামী ১১ এপ্রিল থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি। প্রথম টেস্ট মাঠে গড়াবে ২০ এপ্রিল সিলেটে, আর দ্বিতীয়টি ২৮ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সারা দেশে ৮টি কেন্দ্রে
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে। এ প্রশিক্ষণের মেয়াদ দুই মাস। প্রশিক্ষণটি আগামী ১২ অক্টোবর শুরু হবে, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রশিক্ষণ শেষে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রত্যেক শিক্ষার্থীকে সরকারি সনদ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ৯ অক্টোবরের মধ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আবেদন করতে হবে।
প্রশিক্ষণের বিষয়১. বেসিক কম্পিউটার,
২. অফিস অ্যাপ্লিকেশন ও ইউনিকোড বাংলা,
৩. ইন্টারনেট,
৪. গ্রাফিক ডিজাইন,
৫. ফ্রিল্যান্সিং,
৬. মার্কেটপ্লেস ও কনসালটিং।
আরও পড়ুনহার্ভার্ড এনভায়রনমেন্টাল ফেলোশিপ, দুই বছরে ১ লাখ ৮৫ হাজার ডলার১১ সেপ্টেম্বর ২০২৫আবেদনের যোগ্যতা১. ন্যূনতম দাখিল বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে,
২. হাফেজদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে,
৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে,
৪. প্রার্থীকে কম্পিউটার চালনায় বেসিক জ্ঞান থাকতে হবে,
৫. যাঁদের নিজস্ব কম্পিউটার আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমি ২০২৫-২৬ অর্থবছরে হাফেজ, ইমাম, মাদ্রাসাছাত্র ও বেকার যুবকদের বিনা কোর্স ফিতে কম্পিউটার প্রশিক্ষণের দ্বিতীয় কোর্সে প্রক্রিয়া শুরু করেছে।যে ৮টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হবে১. ঢাকা,
২. চট্টগ্রাম,
৩. রাজশাহী,
৪. খুলনা,
৫. বরিশাল,
৬. সিলেট,
৭. দিনাজপুর,
৮. গোপালগঞ্জ।
আরও পড়ুনবিনা মূল্যে ২ লাখ টাকার প্রশিক্ষণ, নন-আইটি স্নাতক শিক্ষার্থীদের সুযোগ ৭ ঘণ্টা আগেদরকারি কাগজপত্র১. শিক্ষাগত যোগ্যতার সব সনদের সত্যায়িত ফটোকপি,
২. জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি,
৩. এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে,
৪. ইমামদের ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের কাছ থেকে নেওয়া ইমামতির প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে,
৫. মাদ্রাসাছাত্রদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে ছাত্রত্ব প্রমাণের কপি জমা দিতে হবে।
নিবন্ধন ফিমনোনীত প্রার্থীদের নিবন্ধন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে।
দেশের ৮টি প্রশিক্ষণকেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে