পিরোজপুরে হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী
Published: 24th, March 2025 GMT
পিরোজপুরের নেছারাবাদে হাসপাতালে এক গৃহবধূর লাশ ফেলে তাঁর স্বামী পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ওই গৃহবধূর নাম বীথি আক্তার (১৮)। তিনি উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছারছিনা গ্রামের ফাহিম হোসেনের স্ত্রী। বীথির বাবার বাড়ি উপজেলার কৃষ্ণকাটি গ্রামে; বাবার নাম মিজানুর রহমান।
মিজানুর রহমান বলেন, ‘ছয় মাস আগে প্রেমের ফাঁদে ফেলে আমার মেয়েকে (বীথি) উঠিয়ে নিয়ে যায় ফাহিম। সে বেকার, বিয়ের পর থেকে যৌতুক দাবি করে আসছিল। যৌতুক না পেয়ে প্রায়ই আমার মেয়েকে মারধর করত। রোববার মেয়েকে মারধর করে তার পরিবার বলেছে, “আপনার মেয়েকে নিয়ে যান।” পরে রাত ১০টার দিকে হাসপাতাল থেকে ফোন করে বলে আপনার মেয়ে মারা গেছেন। দেখি ওখানে কেউ নেই, শুধু মেয়ের লাশ পড়ে আছে হাসপাতালে (স্বরূপকাঠি স্বাস্থ্য কমপ্লেক্স)। ওরা আমার মেয়েকে হত্যা করে লাশ রেখে পালিয়ে গেছে।’
স্বরূপকাঠি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.
এসব অভিযোগের বিষয়ে জানতে ফাহিম হোসেন ও তাঁর বাবা সোহাগ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, ‘হাসপাতাল থেকে বীথির লাশ থানায় আনা হয়েছে। মেয়েটির পরিবার থেকে লিখিত অভিযোগ পেয়েছি। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’
লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।
উপকরণ
ঠান্ডা পানি: ৫০০ মিলি
ভাজা শুকনা মরিচ: ২টি
লেবু: ১টি (রস করে নেওয়া)
সরিষার তেল: ১ টেবিল চামচ
রসুন কুচি: ১ চা চামচ
লবণ: স্বাদমতো
প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।
দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।
সূত্র: শিউলি কিচেন
ঢাকা/লিপি