আজ রাতের আকাশে দেখা যাবে যেসব মহাজাগতিক দৃশ্য
Published: 24th, March 2025 GMT
সন্ধ্যার আকাশ মানেই বিস্ময় আর সৌন্দর্যের এক মহাসম্মিলন। আজ সোমবার রাতের আকাশে বাংলাদেশ থেকে বেশ কিছু গ্রহাণু এবং মহাজাগতিক বস্তু দেখা যাবে। কোনটি খালি চোখে আবার কোনটি দেখতে ছোট টেলিস্কোপ বা বাইনোকুলারের প্রয়োজন হবে।
আজ রাত ৭টা ৫২ মিনিটে ছোট টেলিস্কোপের সাহায্যে মীন তারকা মণ্ডলে দেখা যাবে গ্রহাণু আইরিস। গ্রহাণু ম্যাসালিয়া রাত ৮টা ৫৫ মিনিটে মেষ তারকা মণ্ডলে দেখা যাবে। ইউরেনাস গ্রহ বাইনোকুলারের মাধ্যমে দেখা যাবে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত।
খালি চোখে রাত ১১টা ২৩ মিনিট পর্যন্ত দেখা যাবে বৃহস্পতি গ্রহ। ছোট টেলিস্কোপের মাধ্যমে গ্রহাণু ইজেরিয়া রাত ১২টা ০১ মিনিট পর্যন্ত অরিগা তারকা মণ্ডলে এবং গ্রহাণু ইউনোমিয়া রাত ১২টা ১৮ মিনিট পর্যন্ত দেখার সুযোগ মিলবে।
এ ছাড়া গ্রহাণু আইরিন রাত ১টা ২৯ মিনিট পর্যন্ত মিথুন তারকা মণ্ডলে ছোট টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে। অন্যদিকে মঙ্গল গ্রহ খালি চোখে রাত ১২টা ৩৯ মিনিট থেকে রাত ২টা ৭ মিনিট পর্যন্ত মিথুন তারকা মণ্ডলে দেখা যাবে। আর ভোরের গ্রহাণু অ্যাম্ফিট্রাইট রাত ২টা ৩৯ মিনিট থেকে ভোর ৩টা ৪৫ মিনিট পর্যন্ত কর্কট তারকা মণ্ডলে দেখা যাবে।
সূত্র: দ্য স্কাই লাইভ
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সত্য মিথ্যা যাচাই না করে শেয়ার করবেন না, মেসেজটা তৃণমূলে ছড়িয়ে দিন: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, 'আমাদের একটা অভ্যাস হয়ে গেছে একটা নেতিবাচক সংবাদ দেখলেই যাচাই-বাছাই না করে শেয়ার করে দেওয়া হয়। অত্যন্ত ভিত্তিহীন সংবাদও আমরা শেয়ার করে দেই।'
সিইসি বলেন, 'দয়া করে সত্য মিথ্যা যাচাই না করে শেয়ার করবেন না। এই মেসেজটা তৃণমূলে ছড়িয়ে দিন। তথ্যটা যেন আগে যাচাই করে তারপরে শেয়ার করেন।'
আজ সোমবার রাজধানীর ভাটারায় আনসার গার্ড ব্যাটালিয়নে (এজিবি) এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন সিইসি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় ভুয়া সংবাদের প্রচার ও কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ রোধে করণীয় সম্পর্কে তিনি এসব কথা বলেন।
থানা আনসার কোম্পানি/প্লাটুন সদস্যদের আনসার মৌলিক প্রশিক্ষণের (৪র্থ ধাপ) সমাপনী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো সংবাদ দেখা মাত্রই নাগরিকদের যাচাইবাছাই করতে আহ্বান জানান সিইসি। নিশ্চিত হওয়ার আগে শেয়ার না করতে বলেন তিনি।
জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে আনসার ভিডিপির ভূমিকাকে মূল শক্তি বলে উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, 'এনারাই অধিক সংখ্যায় নিয়োজিত থাকেন। এবং আমাদের হিসেব করতে গেলে প্রথম এদেরকেই হিসেব করতে হয় যে, কতজন আনসার ভিডিপি সদস্য আমরা মোতায়েন করতে পারব। মূল কাজটা আঞ্জাম (সম্পাদন) দিতে হয় কিন্তু আনসার এবং ভিডিপির সদস্যদের।'
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। নির্বাচনকালীন জনগণের নিরাপত্তা, ভোট কেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণে আনসার বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে বলে জানান তিনি। নির্বাচনে দেশজুড়ে প্রায় ৬ লাখ আনসার ও ভিডিপি সদস্য দায়িত্বপালন করবেন বলেন মহাপরিচালক।
অনুষ্ঠানে মহড়ায় ঢাকা মহানগর আনসারের চারটি জোনের অধীন প্রশিক্ষণপ্রাপ্ত ৩২০ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন। আনসার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা টহল, দায়িত্ব বণ্টন ও জরুরি প্রতিক্রিয়া অনুশীলনে অংশ নেন।
মহড়ায় ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি নিরাপদে পৌঁছে দেওয়া, ভোটারদের শৃঙ্খলাবদ্ধভাবে ভোট প্রদানে সহায়তা, জাল ভোট প্রতিরোধ, প্রিসাইডিং কর্মকর্তাদের নিরাপত্তা এবং সেনা, বিজিবি, র্যাব ও পুলিশের সঙ্গে দ্রুত সমন্বয়ের প্রস্তুতি নেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক এবং প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তারা।