পবিত্র রমজান মাস উপলক্ষে প্রথম আলো ডটকমের সহযোগিতায় চলমান ‘ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি’ অনুষ্ঠানের কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রথম ২০ পর্বের ভাগ্যবান ১০ বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (সেলস) মো.

আকতারুল আলম শাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) মোহাম্মদ মাহবুবুর রহমান, ব্র্যান্ড ম্যানেজার ওয়ালিউল হক ও প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান, ডিজিটাল মার্কেটিং লিড মেহবুব জাবেদ, সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন রনি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সিনিয়র কনটেন্ট ম্যানেজার খায়রুল বাবুই।

কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে দৈবচয়নের ভিত্তিতে প্রতি ১০ পর্ব শেষে নির্বাচন করা হয় পাঁচজন করে ১০ বিজয়ীকে। তাঁদের মধ্যে মাইক্রোওয়েভ ওভেন জিতেছেন ঢাকার অনামিকা চৈতী ও আবদুর রহমান। ইন্ডাকশন কুকার জিতেছেন ঢাকার নাসিমা আক্তার ও সাগর আহমেদ। এ ছাড়া ২০ পর্বে বিশেষ গিফট হ্যাম্পার পেয়েছেন ঢাকার মোহাম্মদ টিউলিপ হোসাইন ও এস আর হোসেন, মনিরুজ্জামান, আমিনুল ইসলাম, ফেনীর নুরুল আফসার আল মামুন ও চট্টগ্রামের শিউলী খান।

একই সঙ্গে সব বিজয়ীর জন্য ছিল প্রথম আলোর ‘ঈদসংখ্যা ২০২৫’। ২০ পর্বের কুইজে অংশ নিয়েছেন প্রায় ৩৫ হাজার দর্শক এবং প্রতি পর্বের গড় ভিউ প্রায় ছয় লাখ।

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রথম আলোর হেড অব অনলাইন শওকত হোসেন বলেন, ‘এ আয়োজনে আসতে পেরে আমি সত্যিই অভিভূত। পাশাপাশি পুরস্কার যাঁরা নিতে ও দিতে এসেছেন, তাঁদের প্রত্যাশাও আমাকে আনন্দিত করেছে। এমন আয়োজন অব্যাহত থাকুক এবং সবার জন্য শুভকামনা রইল।’

কুইজে অংশ নেওয়া সবাইকে শুভেচ্ছা জানিয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (সেলস) মো. আকতারুল আলম শাহ বলেন, ‘একটা আয়োজন সফল হয়, যখন সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে। কুইজে অংশগ্রহণ ও প্রতিটি পর্বের ভিউজই প্রমাণ করে এ অনুষ্ঠানের প্রতি সবার আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে। আমরাও চেষ্টা করেছি দর্শকের জন্য এখানে নতুন কিছু রেসিপি উপস্থাপন করতে। ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে শুধু চা নয়, এটা দিয়ে আরও অনেক অবাক করা রেসিপি তৈরি করা যায়, সে বিষয়টিই দেখাতে চেয়েছি।’

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘প্রতিবছর আমরা এ আয়োজন করি। মূলত দর্শক ও ভোক্তাদের অংশগ্রহণই এ অনুষ্ঠানটি আয়োজনে আমাদের অনুপ্রাণিত করে। আমরাও তাই প্রতিবছর ডেজার্টের নতুন অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করি।’

প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান বলেন, ‘পবিত্র রমজানের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ইফতার। সেই ইফতারের রেসিপি গতানুগতিক না হয়ে যেন ভিন্ন স্বাদের হয়, সেই অভিজ্ঞতা দিতেই আমাদের পাঠক–দর্শকদের জন্য এ আয়োজন। বিজয়ীদের অভিনন্দন।’

পুরস্কার জেতার অভিজ্ঞতা শোনান মাইক্রোওয়েভ ওভেনজয়ী ঢাকার অনামিকা চৈতী

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রথম আল র প রস ক র ব জয় দ র অন ষ ঠ ন ২০ পর ব পর ব র র জন য

এছাড়াও পড়ুন:

ফরিদপুরে ইজিবাইকচালক শওকত হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুরে ইজিবাইকচালক শওকত মোল্লা (২০) হত্যার ঘটনায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও একজনের ১০ বছর সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত মাকসুদুর রহমান এ আদেশ দেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মহল্লার মেহেদী আবু কাওসার, জনি মোল্লা ও আবু রাসেল শেখ (পলাতক), রবিদাসপল্লির রাজেশ রবিদাস এবং গোয়ালচামট মহল্লার রবিন মোল্লা। তাঁদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে রাজবাড়ীর সদরের মসলিসপুর গ্রামের বাদশা শেখকে। সেই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন বাদে বাকি সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁদের পুলিশ পাহারায় জেলা কারাগারে নেওয়া হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, শওকত মোল্লা শহরের পশ্চিম খাবাসপুর এলাকার আয়নাল মোল্লার ছেলে। ২০১৯ সালের ১৪ নভেম্বর বিকেল সাড়ে চারটার দিকে ইজিবাইক নিয়ে বেরিয়ে তিনি নিখোঁজ হন। পরদিন ১৫ নভেম্বর সকালে শহরের মোল্লাবাড়ি সড়কের পাশের একটি ধানখেতে তাঁর লাশ পাওয়া যায়। ১৬ নভেম্বর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন শওকতের বাবা আয়নাল মোল্লা।

মামলার এজাহারে বলা হয়, শওকতকে শ্বাসরোধ করে হত্যার পর প্রায় দেড় লাখ টাকা মূল্যের ইজিবাইক ও তাঁর ব্যবহৃত মুঠোফোনটি ছিনতাই করে নিয়ে যায় হত্যাকারীরা।

আদালতের সরকারপক্ষের কৌঁসুলি চৌধুরী জাহিদ হাসান জানান, বর্তমানে ইজিবাইক হাতিয়ে নেওয়ার জন্য খুনের ঘটনা বেড়ে যাচ্ছে। এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এটি সমাজের জন্য উদাহরণ হয়ে থাকবে।

সম্পর্কিত নিবন্ধ

  • ফরিদপুরে ইজিবাইক চালক হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড
  • ফরিদপুরে ইজিবাইকচালক শওকত হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড