মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন বাদলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে আদালতে পাঠানো হয়।

এর আগে রোববার দুপুরে রাজধানী ঢাকার ওয়ারী এলাকা থেকে বাদলকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানার একটি দল। তিনি টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের বেতকা চৌরাস্তা এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

মহিদুল ইসলাম বলেন, রোববার ওয়ারী থানা পুলিশ তাকে আটক করে টঙ্গিবাড়ী থানায় হস্তান্তর করে। সোমবার তাকে ছাত্র জনতার ওপর হামলার মামলায় আদালতে প্রেরণ করা হয়।

আদালত সূত্র জানায়, টঙ্গিবাড়ী উপজেলার ছাত্রদের ওপর নির্বিচারে গুলি এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা চালানোর মামলায় আওয়ামী লীগ নেতা বাদলকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৪ নম্বর আদালতে পাঠানো হয়। এ সময় আসামির পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট পাপিয়া আক্তার নিলু। শুনানি শেষে আদালতের বিচারক মো. শহীদুল ইসলাম জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: আওয় ম ল গ ন ত

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ