তামিমের সুস্থতার জন্য ডিপিএলে দোয়া করে মাঠে ক্রিকেটাররা
Published: 25th, March 2025 GMT
হার্টের সমস্যায় হাসপাতালে ভর্তি হওয়া তামিম ইকবালের সুস্থতা কামনায় ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তিন ভেন্যুতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। আজ সকালে ম্যাচ শুরুর আগে ক্রিকেটার, কর্মকর্তা ও স্টাফরা একসঙ্গে তামিমের আরোগ্য কামনা করেন।
বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচগুলোর আগে এই দোয়া অনুষ্ঠিত হয়। এরপর ব্রাদার্স ইউনিয়ন- পারটেক্স স্পোর্টিং ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ-রূপগঞ্জ টাইগার্স এবং গাজী গ্রুপ-গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচ শুরু হয়।
গতকাল বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডানের হয়ে টস করতে নেমেছিলেন তামিম। তবে খেলা শুরুর পর বুকে ব্যথা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিকেলে জয় নিশ্চিত করার পর সতীর্থ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ তাকে হাসপাতালে দেখতে যান।
তামিমের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশের ক্রিকেট মহল উদ্বেগ প্রকাশ করে। ফেসবুকে তার সুস্থতার জন্য বার্তা দিয়েছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, লিটন দাস, সৌম্য সরকার, হাসান মাহমুদসহ আরও ক্রিকেটাররা। বাংলাদেশ ফুটবল দলও অনুশীলনে তার জন্য প্রার্থনা করেছে। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, ভারতের যুবরাজ সিং ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে সামাজিক মাধ্যমে তামিমের সুস্থতা কামনা করেছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ড প এল ত ম ম ইকব ল
এছাড়াও পড়ুন:
সিলেট জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে ওই সব মামলায় গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক। তিনি জানান, দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।