অত্যন্ত সংবেদনশীল সামরিক পরিকল্পনা ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ভুল করে একটি ম্যাসেজিং গ্রুপে সম্প্রচারের ঘটনায় ডেমোক্রেটদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ও আইনের লঙ্ঘন অভিহিত করে এর তদন্ত কংগ্রেসের মাধ্যমে হতে হবে বলে দাবি করেছেন।

ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ভুল করে একটি ম্যাসেজিং গ্রুপে ইয়েমেনের যুদ্ধ পরিকল্পনা প্রকাশ করেস। ওই গ্রুপটিতে মার্কিন সংবাদমাধ্যম আটলান্টিকের প্রধান সম্পাদক জেফরি গোল্ডবার্গ অন্তর্ভুক্ত ছিলেন। আটলান্টিক এ নিয়ে একটি বর্ণনামূলক প্রতিবেদন প্রকাশ  করার পর হোয়াইট হাউজ ঘটনা স্বীকার করে।

সোমবার হোয়াইট হাউজ জানায়, ইয়েমেনের হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের আক্রমণ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে ঘটনাটি ঘটে।

সিনেটে ডেমোক্রেট নেতা চাক শুমার বলেছেন,  “দীর্ঘ সময়ের মধ্যে আমি যে সামরিক গোয়েন্দা তথ্যের সবচেয়ে আশ্চর্যজনক লঙ্ঘনের কথা পড়েছি তার মধ্যে এটি একটি।”

“এটি কীভাবে ঘটেছে, এর ফলে কী ক্ষতি হয়েছে এবং ভবিষ্যতে আমরা কীভাবে এটি এড়াতে পারি তার পূর্ণ তদন্ত” করতে রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রো খান্না গার্ডিয়ানকে বলেন, “এটি আমাদেরকে প্রতিপক্ষের কাছে দুর্বল করে তুলেছে। আমাদের সাইবার নিরাপত্তাকে আরো গুরুত্ব সহকারে নিতে হবে।”

হাউস ইন্টেলিজেন্স কমিটির শীর্ষ ডেমোক্রেট জিম হাইমস বলেছেন, “যদি সত্য হয়, তাহলে এই পদক্ষেপগুলো জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য বিদ্যমান আইন ও বিধিমালার নির্লজ্জ লঙ্ঘন, যার মধ্যে ক্ষতিকারক উপায়ে সেবা প্রদানকারী আমেরিকানদের নিরাপত্তাও অন্তর্ভুক্ত।”

সিনেট গোয়েন্দা কমিটির শীর্ষ ডেমোক্রেট সিনেটর মার্ক ওয়ার্নার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, “এই প্রশাসন আমাদের দেশের সবচেয়ে গোপন তথ্য নিয়ে দ্রুত এবং বেপরোয়াভাবে খেলছে, এবং এটি সব আমেরিকানকে কম নিরাপদ করে তুলছে।”

হাউস ডেমোক্রেটিক সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস “এই অগ্রহণযোগ্য এবং দায়িত্বজ্ঞানহীন জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে বাস্তব তদন্ত” করার আহ্বান জানিয়েছেন।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

সিলেট নগরীতে নতুন ‘রিকশা ভাড়া’ প্রস্তাব করল পুলিশ

সিলেট মহানগরে প্যাডেলচালিত রিকশার ভাড়া প্রস্তাব করেছে সিলেট মেট্রোপলিট্রন পুলিশ। সোমবার (৩ নভেম্বর) নতুন ভাড়ার তালিকা প্রস্তাব করা হয়। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘‘নগরবাসীর মতামত নিয়ে আলোচনার মাধ্যমে ভাড়ার তালিকা চূড়ান্ত করা হবে। সেই তালিকা ২০২৭ সাল পর্যন্ত চালু থাকবে।’’

আরো পড়ুন:

হিমাগারে কেজিপ্রতি আলুর ভাড়া সাড়ে ৫ টাকা

পাম্পে গাড়ির চাপ, গণপরিবহনে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

নগরীতে সর্বনিম্ন রিকশা ভাড়া প্রস্তাব করা হয়েছে ২০ টাকা। কিন্তু তলিকায় লেখা হয়নি এমন জায়গার জন্য ১০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে। তবে এক্ষেত্রে যাত্রীর সঙ্গে আলোচনা করতে হবে। তালিকা প্রকাশের আগে নগরীরর ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সুশীল সমাজের নেতাদের সঙ্গে পুলিশ মতবিনিময় করে।

পুলিশের প্রস্তাবিত ভাড়ার তালিকায় দেখা যায়, নগরীর জিন্দাবাজার পয়েন্ট থেকে লামাবাজার, মিরাবাজার, আম্বরখানা, ভাতালিয়া পর্যন্ত ভাড়া ৩০ টাকা; সুবিদবাজার, পাঠানটুলা, শেখঘাট ও শাহী ঈদগাহ পর্যন্ত ৪০ টাকা; শিবগঞ্জ ও ওসমানী মেডিকেল পর্যন্ত ৫০ টাকা এবং বালুচর, টিলাগড়, বাগবাড়ি, চৌকিদেখি, পাঠানটুলা, মদিনা মার্কেট পর্যন্ত ৬০ টাকা।

শিবগঞ্জ পয়েন্ট থেকে টিলাগড়, খরাদিপাড়া, সেনপাড়া পর্যন্ত ভাড়া ২০ টাকা; নতুন ব্রিজ পর্যন্ত ৩০ টাকা; বালুচর, ঈদগাহ, আম্বরখানা পর্যন্ত ৩০, ৫০ ও ৬০ টাকা; লামাবাজার ও শেখঘাট পর্যন্ত ৬০ টাকা এবং পাঠানটুলা, মদিনা মার্কেট, ওসমানী মেডিকেল, হুমায়ুন রশীদ চত্বর, শেখঘাট, সুবিদবাজার পর্যন্ত ৭০ টাকা এবং বাস টার্মিনাল পর্যন্ত ৮০ টাকা। 

দক্ষিণ সুরমা কিনব্রিজ থেকে রেলগেট ২০ টাকা; হুমায়ুন রশীদ চত্বর, লাউয়াই পর্যন্ত ৩০ টাকা; শিববাড়ি, বরইনকান্দি, গোটাটিকর পর্যন্ত ৪০ ও ৫০ টাকা; আলমপুর, মকন দোকান পর্যন্ত ৫০ ও ৭০ টাকা। 

আম্বরখানা পয়েন্ট থেকে সুবিদবাজার, ঈদগাহ, কাজীটুলা পর্যন্ত ২০ টাকা; মদিনা মার্কেট, চৌকিদেখি, পাঠানটুলা পর্যন্ত ৩০ টাকা; লাক্কাতুরা, মীরাবাজার, শিবগঞ্জ, নয়াসড়ক পর্যন্ত ৬০ টাকা; টিলাগড়, উপশহর এবিসি পয়েন্ট, নতুন ব্রিজ পর্যন্ত ৬০ টাকা।

কোর্ট পয়েন্ট থেকে টিলাগড় ৬০ টাকা; শিবগঞ্জ-নতুন ব্রিজ ৪০ টাকা; মিরাবাজার- যতরপুর-৩০ টাকা; উপশহর এ-কে পর্যন্ত ৫০ টাকা এবং নতুনব্রিজ থেকে দক্ষিণ সুরমা টার্মিনাল পর্যন্ত ভাড়া ৭০ টাকা।

এছাড়া কোর্ট পয়েন্ট থেকে নতুন ব্রিজ হয়ে রেল স্টেশন, গোপশহর মকন দোকান, গোয়াবাড়ি, আখালিয়া বিডিআর গেইট, ভাঙ্গাটিকর, টুলটিকর, মিরাপাড়া ৮০ টাকা;  ঝেরঝেরিপাড়া, শিবগঞ্জ সোনারপাড়া, ইলেকট্রিক সাপ্লাই, উত্তর কাজিটুলা, গোয়াইটুলা, আম্বরখানা, মাছিমপুর, দর্শন দেউড়ি, সুবিদবাজার, ভাতালিয়া, ওসমানী মেডিকেল, কুমারপাড়া পর্যন্ত (ঝর্ণারপার) ৪০ টাকা; দর্জিবন্দ, শাহী ঈদগাহ, লেচুবাগান, হাউজিং এস্টেট, লন্ডনি রোড—পাঠানটুলা, বাগবাড়ি, বর্ণমালা পয়েন্ট, এতিম স্কুল, নবাব রোড (শেখঘাট পীচের মুখ, কলাপাড়া ডহর), ঘাসিটুলা বেতের বাজার, আম্বরখানা, কলবাখানি, মেন্দিবাগ, সাদাটিকর ৫০ টাকা; নতুন ব্রীজ হয়ে কদমতলি, লাউয়াই, বিসিক শিল্প নগরী,বরইকান্দি, চৌকিদেখি, লাক্কাতুরা, শাপলাবাগ ৭০ টাকা; জল্লারপাড়া, তোপখানা ২০ টাকা; কাজীটুলা, রাজারগলি, দরগাহ মাজার গেট, মীরের ময়দান, শেখঘাট, দাড়িয়াপাড়া, পশ্চিম কাজির বাজার, মীরের ময়দান, রিকাবিবাজার, ছড়ারপাড়, কুমারপাড়া পয়েন্ট, মিরাবাজার, সোবহানিঘাট, চালিবন্দর পর্যন্ত ৩০ টাকা; শাবি গেট ৯০ টাকা; কাজিটুলা, রাজারগলি, শাহজালাল দরগাহ গেট, মিরের ময়দান, শেখঘাট, রিকাবিবাজার, দাড়িয়াপাড়া, পশ্চিম কাজিরবাজার, মির্জাজাঙ্গাল, ছড়ারপাড়, কুমারপাড়া পয়েন্ট, মিরাবাজার আগপাড়া, সোবহানিঘাট, চালিবন্দর ৩০ টাকা; কুমারগাও বাস টার্মিনাল ১০০ টাকা; খোজাখলা, সরকারি কলেজ ছাত্রাবাস, বাদম বাগিচা, মদিনা মার্কেট, কানিশাইল খেয়াঘাট, পীর মহল্লা, কুশিঘাট ভাড়া পর্যন্ত ৬০ টাকা প্রস্তাব করা হয়েছে।

ঢাকা/নুর/বকুল  

সম্পর্কিত নিবন্ধ