কিশোরগঞ্জের কটিয়াদীতে কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রদল নেতা আশিক খাঁ খুনের ঘটনায় দুই বিএনপি নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। সোমবার জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন– কটিয়াদী উপজেলা বিএনপির সহসভাপতি ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল এবং উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবক।

এদিকে বিএনপির দুই নেতাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় বিএনপি নেতারা। কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন বলেন, জেলা কমিটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কোনো নেতার অপরাধের দায় দল নেবে না। আশিক হত্যায় জড়িতদের বিচার দাবি করেন তিনি। 

জেলা বিএনপির সিদ্ধান্তে সন্তোষ জানিয়ে কটিয়াদী উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও মুমুরদিয়া ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী বলেন, বিএনপি নেতা আশিকুজ্জামান নজরুল ও রিয়াজুল ইসলাম সেবকের নেতৃত্বে ছাত্রদল কর্মী আশিকের ওপর হামলা হয়। পুলিশ ও হাজার হাজার মানুষের সামনেই ওই ছাত্রদল নেতাকে খুন করা হয়।

কটিয়াদী ছাত্রদলের সাধারণ সম্পাদক তহসিবুল হাসিব বলেন, আশিক ছাত্রদলের নেতা ছিলেন। তাঁকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই নেতাকে শাস্তি দেওয়ায় জেলা বিএনপি নেতাদের অভিনন্দন জানান তিনি।

গত শনিবার কটিয়াদীর চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের কমিটি গঠনকে কেন্দ্র করে ঢাকা শিক্ষা বোর্ডে করা একটি অভিযোগের ভিত্তিতে বোর্ডের কলেজ পরিদর্শক মো.

লোকমান মুন্সী ও সেকশন অফিসার মো. আহাদ খান সরেজমিন তদন্ত করতে প্রতিষ্ঠানে যান।

এ সময় পরিদর্শকদের উপস্থিতিতে বিএনপি নেতা অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবক ও কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলী হায়দার বাবুলের নেতৃত্বে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দনের লোকজনের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিক খাঁ নিহত ও ঢাকা শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় নিহত ছাত্রদল নেতা আশিকের মা রিতা আক্তার বাদী হয়ে উপজেলা বিএনপির সহসভাপতি ও চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতিসহ ২৯ জনকে আসামি করে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

কটিয়াদী থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ওই মামলার এজাহারভুক্ত আসামি অ্যাডভোকেট আলী হায়দার বাবুল ও আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ ছ ত রদল ন ত ব এনপ র স ছ ত রদল র ল ইসল ম উপজ ল

এছাড়াও পড়ুন:

মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার

চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিএনপির দুই নেতাকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

চাঁদাবাজি, দখলদারি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওই সংবাদ বিজ্ঞপ্তি ও দলীয় সূত্রে জানা গেছে।

বহিষ্কৃত নেতারা হলেন মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি আবদুল মান্নান লস্কর ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া। এর মধ্যে মতলব উত্তরের আবদুল মান্নান লস্করকে চাঁদাবাজির মামলায় গত সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। তিনি এখন কারাগারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবদুল মান্নান লস্কর ও আনোয়ার হোসেন ভূঁইয়াকে চাঁদাবাজি, দখলদারি ও মানুষকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ওই একই অভিযোগে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ইমাম হোসেন গাজীকেও দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।  

এ ব্যাপারে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদের (মানিক) মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ওই দুই নেতাকে বহিষ্কারের বিষয়টি জেনেছেন। তবে এ ব্যাপারে  চিঠি এখনো পাননি। যেকোনো বিষয়ে দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। এটি অন্যান্য নেতার জন্যও একটি বার্তা ও শিক্ষা।

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্রত্বের ভুয়া পরিচয় দেন সভাপতি, কমিটি ঘোষণার দিন শর্ট কোর্সে ভর্তি হন সম্পাদক
  • তিন বাহিনীর প্রধান ও দুই গোয়েন্দাপ্রধান নিয়োগের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব ঐকমত্য কমিশনের
  • ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, নিয়মিত ছাত্রত্ব নেই সভাপতি ও সম্পাদকের
  • মতলবের দুই বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলদারির অভিযোগ, দল থেকে বহিষ্কার
  • প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ