ঈদের ছুটি মানেই গ্রামের বাড়ি কিংবা বাইরে ঘুরতে যাওয়া। আর এই ছুটি নেহাত সংক্ষিপ্ত নয়। তাই ছুটিতে যাওয়ার আগে বাসাবাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি নিরাপদ রাখা অত্যন্ত জরুরি। দীর্ঘ ছুটিতে বাড়িতে না থাকলে অযথা বিদ্যুৎ খরচ রোধ করাসহ দুর্ঘটনা এড়ানোর দিকে খেয়াল রাখতে হবে। ঘরের প্রয়োজনীয় যন্ত্রপাতির স্থায়িত্ব নিশ্চিত করাও অত্যন্ত প্রয়োজনীয়। অনলাইনে বিভিন্ন গৃহস্থালি সেবাদাতা প্রতিষ্ঠান সেবা এক্সওয়াইজেডের সহপ্রতিষ্ঠাতা ইলমুল হক বলেন, ‘দীর্ঘ সময়ের জন্য বাড়িতে না থাকলে বৈদ্যুতিক যন্ত্রপাতির দিকে খেয়াল রাখা প্রয়োজন। এখন অগ্নিদুর্ঘটনার ঝুঁকি বেশি, তাই এটা খেয়াল রাখতে হবে। বাড়ির নিরাপত্তা ও যন্ত্রপাতির নিরাপত্তার জন্য আপনার সব দিকেই নজর দেওয়া প্রয়োজন।’

আরও পড়ুনঈদে দীর্ঘ যাত্রার আগে-পরে যেসব বিষয় খেয়াল রাখবেন২৫ মার্চ ২০২৫ফ্রিজের নিরাপত্তা নিশ্চিত করুন

দীর্ঘ সময়ের জন্য বাড়ি খালি থাকলে ফ্রিজের সংযোগ বিচ্ছিন্ন করা উচিত। যদি কিছু খাবার সংরক্ষণ করতে হয়, তবে ফ্রিজের তাপমাত্রা সর্বনিম্ন রেখে যেতে পারেন। ফ্রিজ খালি থাকলে, এর দরজা সামান্য খোলা রেখে দিন, যাতে ভেতরে দুর্গন্ধ না জমে এবং ফ্রিজের অভ্যন্তরীণ পরিবেশ ভালো থাকে।

ওয়াই-ফাই রাউটার ও ইন্টারনেট ডিভাইস বন্ধ রাখুন

ঈদের ছুটিতে বাড়ির বাইরে থাকলে ওয়াই-ফাই রাউটার চালু রাখার কোনো প্রয়োজন নেই। এটি অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ বাড়ায়। তাই নিরাপত্তা ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাউটার এবং অন্যান্য ইন্টারনেট ডিভাইস বন্ধ রাখুন।

এসি ও গিজার বন্ধ করুন

ঈদের ছুটিতে বাড়িতে না থাকলে এসি ও গিজার বন্ধ রাখুন। এসব যন্ত্র চালু থাকলে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

আরও পড়ুনঈদে বাড়ি না থাকলেও গাছে পানি দেওয়া যাবে যেভাবে০৯ এপ্রিল ২০২৪ডিভাইসের প্লাগ খুলে রাখুন

টেলিভিশন, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, চার্জার এবং অন্যান্য ডিভাইসের প্লাগ খুলে রাখুন। এতে বিদ্যুতের অপচয় রোধ হবে এবং শর্টসার্কিটের ঝুঁকি কমবে।

অটোমেটিক লাইটিং ব্যবস্থা রাখুন

বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে অটোমেটিক টাইমার সুইচ বা স্মার্ট লাইট ব্যবহার করা যেতে পারে। এতে রাতে নির্দিষ্ট সময়ের মধ্যে লাইট জ্বলবে ও নিভে যাবে, যা চোরের উপদ্রব ঠেকাতে সহায়ক।

সিসিটিভি ক্যামেরা সচল রাখুন

বাড়িতে সিসিটিভি ক্যামেরা থাকলে সেটি চালু তো রাখতেই হবে। এতে দূরে থাকলেও বাড়ির ভেতর–বাইরে নজরদারি করতে পারবেন। সিসিটিভির সঙ্গে ইন্টারনেটের সংযোগ থাকে, এর ফলে ওয়াই–ফাই সিস্টেমও সচল রাখতে হবে।

বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করুন

ছুটিতে বের হওয়ার আগে বাড়ির বৈদ্যুতিক সংযোগ নিয়ে সন্দেহ থাকলে পরীক্ষা করুন। বাড়ির প্রধান সুইচ বন্ধ করা সম্ভব হলে তা বন্ধ করে দিতে পারেন। তবে ফ্রিজ বা নিরাপত্তা ডিভাইসের জন্য প্রয়োজনীয় লাইন চালু রাখুন। ত্রুটিপূর্ণ তার বা যন্ত্র থাকলে, ছুটির আগেই তা মেরামত করে ফেলুন।

আরও পড়ুন৯ দিনের ছুটিতে বাসা ছাড়ার আগে এই ৬টি কাজ করে যান২৫ মার্চ ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ