‘স্বপ্নের জগৎটা একেবারেই বদলে গেছে’
Published: 29th, March 2025 GMT
কখনও ভাবেননি রঙিন ভুবনে পদচারণ হবে তাঁর। কিন্তু হঠাৎ করেই সামাজিক মাধ্যমে এক নির্মাতার কাছ থেকে পেয়ে যান অভিনয়ের প্রস্তাব। সাহস করে দাঁড়িয়ে যান ক্যামেরা সামনে। সেই শুরু। এরপর কাজ করতে করতে কখন যে অভিনয়ের প্রতি ভালো লাগা তৈরি হয়ে গেছে, তা বুঝতেই পারেননি সুনেরা সিনথিয়া। যখন বুঝতে পারলেন, তখন দেখলেন স্বপ্নের জগৎটা একেবারেই বদলে গেছে। তাই অভিনয়কে আপন করে নিতে আর সময় লাগেনি। এই হলো তরুণ অভিনেত্রী ও মডেল সুনেরা সিনথিয়ার সেলুলয়ডের জগতে ব্যস্ত হয়ে ওঠার ইতিবৃত্ত।
২০২২ সালে ইমরাউল রাফাতের পরিচালনায় ‘ওপেন কিচেন’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে মিডিয়ায় অভিষেক তাঁর। এরপর বেশ কয়েকটি নাটকে তাঁকে দেখা গেছে। অভিনয়টা ধারাবাহিক নাটক দিয়ে শুরু হলেও এখন একক নাটক নিয়ে তাঁর ব্যস্ততা। আসছে ঈদের জন্য সুজন হাবিবের পরিচালনায় ‘শালা দুলাভাই’ নামে রোমান্টিক গল্পের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এটি প্রচার হবে এশিয়ান টিভিতে। পরে দেখা যাবে ইউটিউবে। এ ছাড়া সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘হিল্লা বর’ নামে একটি নাটকে। এটি প্রচার হচ্ছে ইউটিউবে। অভিনয়ের পাশাপাশি সুপার শপ স্বপ্নের ওভিসি ও ভিশনের বিজ্ঞাপনেও মুখ দেখিয়েছেন তিনি।
সুনেরা সিনথিয়া বলেন, মানুষ যখন সামাজিক মাধ্যমে ছবি দেখে বলত ‘তুমি তো অভিনয় করতে পারো’, তখনই মডেলিং ও অভিনয়ের স্বপ্ন দেখি। মাঝে মাঝে আমি ভাবতাম, পারব কী পারব না। যখন টুকটাক করতে করতে শিখলাম, তখন কনফিডেন্ট লেভেল বাড়ল। মনে হলো যদি লেগে থাকি, তাহলে অভিনয় করতে পারব। কতটুকু পেরেছি, দর্শকই ভালো বলতে পারবেন।’
এই সময়ে ক্যারিয়ার পরিকল্পনা নিয়েও সুনেরা কথা বলেন, ‘তিন বছরের অভিনয় ক্যারিয়ার হলেও পড়াশোনার জন্য অভিনয়ে বেশি মনযোগী হতে পারিনি। সম্প্রতি ম্যানেজমেন্টে বিবিএ শেষ করেছি। পড়াশোনার চাপ একটু কম। এখন পুরোদমে কাজ শুরু করব বলে ভাবছি।’ দর্শক মনে দাগ কাটার মতো আরও কিছু কাজ করতে চান সুনেরা। ছোট পর্দার পাশাপাশি ভালো গল্প ও চরিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্রে নিজেকে মেলে ধরার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
টাকার জন্য দেশে ছেড়েছি, এখন টাকা খরচের সময় নেই: পিয়া বিপাশা
লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। এরপর অভিনয় করেছেন মিউজিক ভিডিও, নাটক ও সিনেমায়। কিন্তু হুট করেই নাই হয়ে গেলেন। পরে জানা গেল অভিনেত্রী আমেরিকায়। গেল পাঁচ বছর সেখানেই বাস করছেন তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রবাসজীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
পিয়া বিপাশা জানান, একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসবাস শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে তাঁর প্রেম ও ভালোবাসা তৈরি হয়। তারপর তাঁরা বিয়ে করেন। দুজনে মিলে বিয়ে করলেও আনুষ্ঠানিকতা সারেননি। চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা।
পিয়া বিপাশা বলেন, ‘বাংলাদেশে ভালো লাগত না। কারণ, লবিং ছাড়া কাজ হতো না। ভালো একটা সিনেমা করার কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি। এরপর আমার মিডিয়ায় কাজ করার ইচ্ছাই নষ্ট হয়ে যায়। আমি আসলে কাজ করতে চেয়েছিলাম টাকা কামানোর জন্য। কাজ না করতে পারলে টাকা কামাব কী করে। তাই সিদ্ধান্ত নিই অন্য কিছু করার।’
বিপাশার কথায়, ‘টাকা রোজগারের জন্য আমি বিনোদন অঙ্গনে কাজ করেছিলাম। কারণ, আমার একটা মেয়ে ছিল। মেয়েকে নিয়ে টিকে থাকার বিষয় ছিল। পরে দেখলাম, যেভাবে কাজ হয়, আমাকে দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিলাম, আমেরিকায় চলে আসার। এখানে এসে বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিই। অনেক টাকাও আয় করছি।’
পিয়া বিপাশা বলেন, ‘সত্যি বলতে এখন আমার এমন অবস্থা, টাকা ইনকাম না করলেও হয়। আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি, গত পাঁচ বছরে সবই পেয়েছি। টাকাপয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী—সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার—যা আয় করি, তা ব্যয় করার সময় পাই না।’
পিয়া বিপাশা জানান, ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিভিন্ন পণ্যের যেসব পোস্ট করেন, তার জন্য বেশ ভালো সম্মানী পান। তাঁর দাবি, এই সম্মানী কখনো দুই হাজার ডলার, আবার কখনো তিন হাজার ডলারের মধ্যে।
২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্র’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন। ছোটবেলায় রূপকথার বই পড়তে পছন্দ করতেন। বই পড়ার সময় গল্পের নায়িকার চরিত্রে নিজেকে কল্পনাও করতেন। বড় পর্দায়ও অভিনয় করেছিলেন। ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ নামের সেই ছবি মুক্তি পায়। এরপর ‘রাজনীতি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। পরে সেই ছবিতে পিয়া বিপাশার পরিবর্তে অপু বিশ্বাস অভিনয় করেন।