সীমান্ত ব্যাংকে নিয়োগ, বিবিএ অথবা স্নাতক পাসে আবেদন
Published: 1st, April 2025 GMT
সীমান্ত ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সাসটেইনেবল ফাইন্যান্স (পিও-এফএভিপি) বিভাগে ‘অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা ১৯ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন অনলাইনে করতে পারবেন আগ্রহীরা।
ব্যাংকের নাম: সীমান্ত ব্যাংক পিএলসি
বিভাগের নাম: সাসটেইনেবল ফাইন্যান্স (পিও-এফএভিপি)
পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার;
পদসংখ্যা: নির্ধারিত নয়
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন
আবেদনের বয়স: ৪০ বছরের মধ্যে হতে হবে
আরও পড়ুনখাদ্য অধিদপ্তরে বিশাল নিয়োগ, ১৩ থেকে ১৯তম গ্রেডে পদ ১৭৯১১১ মার্চ ২০২৫আবেদনের যোগ্যতা—*বিবিএ অথবা স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে
*ন্যূনতম ৫-৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৯ এপ্রিল ২০২৫
**আবেদন পদ্ধতিসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আরও পড়ুনপল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে আবারও বড় নিয়োগ, পদ ৩৩৫২৭ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।
‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।