প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন লোকজন। অন্যদিকে, অনেকে আবার আজ ঢাকা ছাড়ছেন।  

বুধবার (২ এপ্রিল) সকাল থেকেই ঢাকার অন্যতম প্রবেশপথ গুলিস্তান ও যাত্রাবাড়ী ঘুরে এ চিত্র দেখা গেছে।

ঈদযাত্রা নিয়ে একাধিক যাত্রী জানান, দীর্ঘ ছুটি থাকায় পরিবার নিয়ে সময় কাটাতে গ্রামের বাড়িতে ঘুরতে যাচ্ছেন। কেউ  আবার ভোগান্তি এড়াতে আবার ঢাকায় ফিরছেন।

বাস টার্মিটালের বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিকরা বলেন, ঈদুল ফিতরের ছুটি দীর্ঘ হওয়ায় এখনও মানুষ ঢাকা ছাড়ছে। কেউ কেউ ঢাকায় ফিরছেন। আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকায় ফেরা যাত্রীদের চাপ বাড়বে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-বরিশাল, পটুয়াখালাী, ঝালকাঠী, পিরোজপুর, ঢাকা-খুলনা, যশোর রুটের বাসগুলো ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকা আসা দূরপাল্লার বাসগুলো, কেরানীগঞ্জ, পোস্তাঘোলা, ধোলাইপাড়া, যাত্রাবাড়ী, সায়েদাবাদে যাত্রী নামাচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে আসা বাসগুলো যাত্রীদের সাইনবোর্ড, মেডিকেল, রায়েরবাগ, শনিরআখড়া কাজলা, ডেমরা, কোনাপাড়া, জুরাইন, দোলাইপাড়সহ বিভিন্ন স্টপেজে যাত্রী নামছেন। বাড়তি ভাড়া দেওয়া ছাড়া ঢাকায় ফিরতে তেমন কোনো ভোগান্তিতে পড়তে হয়নি বলে জানান যাত্রীরা।

সপরিবারে গুলিস্তানে বাস থেকে নেমেছেন নুরুল ইসলাম। তিনি বলেন, “গ্রামে বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে গিয়েছিলাম। একটি প্রাইভেট কোম্পানিতে বিপণন বিভাগে কাজ করি। বৃহস্পতিবার থেকে আমার অফিস খুলছে। তাই আজকেই চলে আসলাম। আসতে তেমন সমস্যা হয়নি। শুধু সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে ২৫০ টাকা বেশি নিয়েছে।”

এদিকে, গুলিস্তান-যাত্রাবাড়ীতে বিভিন্ন বাসের কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে।
গুলিস্তানে আবিদ হোসেন নামের এক যাত্রী বলেন, “একটি বাসায় নিরাপত্তাকর্মীর কাজ করি। আজকে ছুটি পেলাম। পরিবারের সঙ্গে আনন্দ করতে বাড়ি যাচ্ছি। আজও বাড়তি ভাড়া নিচ্ছে।”

ঢাকা/এএএম/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঢাকার শ্রমিক সমাবেশে সজল- সাহেদের নেতৃত্বে মহানগর যুবদলের অংশগ্রহণ 

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে মহানগর মহানগর যুবদলের নেতাকর্মীদের নিয়ে বিশাল শোডাউন করে অংশগ্রহন করেছে ।

বৃহস্পতিবার (১ মে ) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।  এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, শহিদুল ইসলাম,ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, মোঃ আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, মিনহাজ মিঠু, আশিকুর রহমান অনি, জুয়েল রানা, কামরুল হাসান মাসুদ, এরশাদ আলী, ফয়েজ উল্লাহ সজল,আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, আশরাফুল হক তান্না, জাহিদুল হাসান শুভ, মাহফুজুর রহমান ফয়সাল প্রমুখ ।

এছাড়াও মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর,সিদ্ধিরগঞ্জ, বন্দর থানারষ ও উপজেলা বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

সম্পর্কিত নিবন্ধ