এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের মাঠে ভারতকে রুখে দিয়েছিল বাংলাদেশ। আর সেটা সম্ভব হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা দেওয়ান চৌধুরীর পারফরম্যান্সে। বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচেই তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেন। হন ম্যাচসেরাও।

হামজার প্রভাবে ফিফা র‌্যাংকিংয়ে ১২৬তম অবস্থানে থাকা ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। আজ বৃহস্পতিবার (০৩ এপ্রিল) ফিফা প্রকাশিত র‌্যাংকিংয়ে দুইধাপ উন্নতি করে ১৮৩তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। যা গেল ১৪ মাসের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ। এদিকে বাংলাদেশের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়ে ফিফা র‌্যাংকিংয়েও অবনতি হয়েছে ভারতের। তারা একধাপ পিছিয়ে অবস্থান নিয়েছে ১২৭তম স্থানে।

ভারতের সঙ্গে ড্র করে বাংলাদেশ ৫.

৩৫ পয়েন্ট পেয়েছে। তাতে বাংলাদেশের মোট পয়েন্ট এখন ৯০৪.১৬। ভারত ১.৫৯ পয়েন্ট হারিয়েছে। তাদের বর্তমান মোট পয়েন্ট ১১৩২.০৩।

আরো পড়ুন:

মেসির একাদশে ফেরার ম্যাচে হেরে বিদায়ের শঙ্কায় মায়ামি

ট্যাক্স ফাঁকির মামলায় আদালতে রিয়াল কোচ আনচেলোত্তি

এশিয়া অঞ্চলে যথারীতি শীর্ষে আছে জাপান। তারা ফিফা র‌্যাংকিংয়ে রয়েছে ১৫তম স্থানে। এরপর রয়েছে ইরান। তারা আছে ১৮তম অবস্থানে। দক্ষিণ কোরিয়া ২৩ ও অস্ট্রেলিয়া আছে ২৬তম স্থানে।

এদিকে ফিফা র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৪-১ ব্যবধানে জয় পাওয়ায় তাদের পয়েন্ট বেড়েছে ১৮.৮১। মোট ১৮৮৬.১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিওনেল স্কালোনির দল। ১৮৫৪.৬৪ পয়েন্ট নিয়ে একধাপ উন্নতি করে স্পেন আছে দ্বিতীয় স্থানে। আর ১৮৫২.৭১ পয়েন্ট নিয়ে একধাপ পিছিয়ে ফ্রান্স রয়েছে তৃতীয় স্থানে। ১৮১৯.২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড চতুর্থ ও ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে পঞ্চম স্থানে।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল অবস থ ন

এছাড়াও পড়ুন:

মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার

প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা। 

কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।

মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ। 

এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা। 

কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে। 

কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে। 

ঢাকা/ইমরান/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার
  • অ্যালবামের গল্প বলবে ‘পেনোয়া’