হামজার আগমনে র্যাংকিংয়ে দুই ধাপ এগোলো বাংলাদেশ
Published: 3rd, April 2025 GMT
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের মাঠে ভারতকে রুখে দিয়েছিল বাংলাদেশ। আর সেটা সম্ভব হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা দেওয়ান চৌধুরীর পারফরম্যান্সে। বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচেই তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেন। হন ম্যাচসেরাও।
হামজার প্রভাবে ফিফা র্যাংকিংয়ে ১২৬তম অবস্থানে থাকা ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। আজ বৃহস্পতিবার (০৩ এপ্রিল) ফিফা প্রকাশিত র্যাংকিংয়ে দুইধাপ উন্নতি করে ১৮৩তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। যা গেল ১৪ মাসের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ। এদিকে বাংলাদেশের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়ে ফিফা র্যাংকিংয়েও অবনতি হয়েছে ভারতের। তারা একধাপ পিছিয়ে অবস্থান নিয়েছে ১২৭তম স্থানে।
ভারতের সঙ্গে ড্র করে বাংলাদেশ ৫.
আরো পড়ুন:
মেসির একাদশে ফেরার ম্যাচে হেরে বিদায়ের শঙ্কায় মায়ামি
ট্যাক্স ফাঁকির মামলায় আদালতে রিয়াল কোচ আনচেলোত্তি
এশিয়া অঞ্চলে যথারীতি শীর্ষে আছে জাপান। তারা ফিফা র্যাংকিংয়ে রয়েছে ১৫তম স্থানে। এরপর রয়েছে ইরান। তারা আছে ১৮তম অবস্থানে। দক্ষিণ কোরিয়া ২৩ ও অস্ট্রেলিয়া আছে ২৬তম স্থানে।
এদিকে ফিফা র্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৪-১ ব্যবধানে জয় পাওয়ায় তাদের পয়েন্ট বেড়েছে ১৮.৮১। মোট ১৮৮৬.১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিওনেল স্কালোনির দল। ১৮৫৪.৬৪ পয়েন্ট নিয়ে একধাপ উন্নতি করে স্পেন আছে দ্বিতীয় স্থানে। আর ১৮৫২.৭১ পয়েন্ট নিয়ে একধাপ পিছিয়ে ফ্রান্স রয়েছে তৃতীয় স্থানে। ১৮১৯.২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড চতুর্থ ও ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে পঞ্চম স্থানে।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল অবস থ ন
এছাড়াও পড়ুন:
৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা
টানা খেলার ধকল কাটাতে জাতীয় দল এখন বিশ্রামে। ‘এ’ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন হচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। তবে দুই দল মিলিয়ে প্রায় ৪০ জন ক্রিকেটারের অনুশীলনে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিকূল আবহাওয়া। বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারায় ক্রিকেটারদের মধ্যেও হতাশা কাজ করছে।
১০ জুন প্রধান কোচ ডেভিড হেম্পের তত্ত্বাবধানে চট্টগ্রামে ক্যাম্প শুরু করে এইচপি। চট্টগ্রাম থেকে একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ৪৭ দিনে সব মিলিয়ে মাত্র ১১ থেকে ১২ দিন মূল মাঠে অনুশীলন করা গেছে। অন্য সময় ভাগে ভাগে স্কিল অনুশীলন ও ফিটনেস নিয়ে কাজ হয়েছে ইনডোরে। তবে ইনডোরে টার্ফ বসানোর কাজ চলায় সেখানেও বিরতি দিতে হয়েছে।
আরও পড়ুনবিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’২৪ জুলাই ২০২৫হাই পারফরম্যান্স দলের ম্যানেজার জুনায়েদ চৌধুরীর দাবি অবশ্য ভিন্ন। তিনি বলেছেন, তাঁরা ২৪-২৫ দিন মূল মাঠে অনুশীলন করেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে এইচপির একাধিক ক্রিকেটার প্রথম আলোকে জানিয়েছেন, বৃষ্টির কারণে তাঁরা বেশির ভাগ দিনই অনুশীলন করতে পারেননি। জাতীয় দলের জন্য নিজেদের প্রস্তুত করতে এটি তাঁদের জন্য বড় সুযোগ। কিন্তু টানা বৃষ্টিতে অুশীলন করতে না পারায় তাঁদের মধ্যে হতাশা কাজ করছে।
প্রতিকূল আবহাওয়ায় চট্টগ্রামে এইচপি দলকে ঠিকমতো অনুশীলন করতে দেয়নি