হামজার আগমনে র্যাংকিংয়ে দুই ধাপ এগোলো বাংলাদেশ
Published: 3rd, April 2025 GMT
এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের মাঠে ভারতকে রুখে দিয়েছিল বাংলাদেশ। আর সেটা সম্ভব হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন হামজা দেওয়ান চৌধুরীর পারফরম্যান্সে। বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচেই তিনি দুর্দান্ত পারফরম্যান্স করেন। হন ম্যাচসেরাও।
হামজার প্রভাবে ফিফা র্যাংকিংয়ে ১২৬তম অবস্থানে থাকা ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। আজ বৃহস্পতিবার (০৩ এপ্রিল) ফিফা প্রকাশিত র্যাংকিংয়ে দুইধাপ উন্নতি করে ১৮৩তম অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। যা গেল ১৪ মাসের মধ্যে বাংলাদেশের সর্বোচ্চ। এদিকে বাংলাদেশের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়ে ফিফা র্যাংকিংয়েও অবনতি হয়েছে ভারতের। তারা একধাপ পিছিয়ে অবস্থান নিয়েছে ১২৭তম স্থানে।
ভারতের সঙ্গে ড্র করে বাংলাদেশ ৫.
আরো পড়ুন:
মেসির একাদশে ফেরার ম্যাচে হেরে বিদায়ের শঙ্কায় মায়ামি
ট্যাক্স ফাঁকির মামলায় আদালতে রিয়াল কোচ আনচেলোত্তি
এশিয়া অঞ্চলে যথারীতি শীর্ষে আছে জাপান। তারা ফিফা র্যাংকিংয়ে রয়েছে ১৫তম স্থানে। এরপর রয়েছে ইরান। তারা আছে ১৮তম অবস্থানে। দক্ষিণ কোরিয়া ২৩ ও অস্ট্রেলিয়া আছে ২৬তম স্থানে।
এদিকে ফিফা র্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৪-১ ব্যবধানে জয় পাওয়ায় তাদের পয়েন্ট বেড়েছে ১৮.৮১। মোট ১৮৮৬.১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিওনেল স্কালোনির দল। ১৮৫৪.৬৪ পয়েন্ট নিয়ে একধাপ উন্নতি করে স্পেন আছে দ্বিতীয় স্থানে। আর ১৮৫২.৭১ পয়েন্ট নিয়ে একধাপ পিছিয়ে ফ্রান্স রয়েছে তৃতীয় স্থানে। ১৮১৯.২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড চতুর্থ ও ১৭৭৬.০৩ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে পঞ্চম স্থানে।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল অবস থ ন
এছাড়াও পড়ুন:
তাইজুলকে ‘বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত বোলার’ বললেন তামিম
চট্টগ্রাম টেস্টে আজ প্রথম দিনে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৬০ রানে ৫ উইকেট পেয়েছেনতাইজুল ইসলাম। টেস্টে এ নিয়ে ১৬তমবার ইনিংসে ৫ উইকেট পেলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। প্রথম দিনের খেলা শেষে তাইজুলের প্রশংসা করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন তামিম ইকবাল।
আরও পড়ুনতাইজুলের মনে হয় না তারা খেলা বোঝে১ ঘণ্টা আগেবাংলাদেশের সাবেক অধিনায়কের পেজে তাইজুলের একটি ছবি পোস্ট করে লেখা হয়, ‘এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে অবমূল্যায়িত (আন্ডাররেটেড) বোলার। এখন খেলা অন্য বোলারদের পরিসংখ্যান দেখুন, তাহলে আমার কথাটা বুঝতে পারবেন। আরেকবার ৫ উইকেট নিয়ে দারুণ খেলেছ তাইজুল।’
২০১৪ সালের সেপ্টেম্বরে টেস্ট ও ডিসেম্বরে ওয়ানডে অভিষেক তাইজুলের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ২০১৯ সালে। ওয়ানডে (২০) ও টি-টোয়েন্টির (২) চেয়ে টেস্ট ম্যাচই (৫২) বেশি খেলেন তাইজুল। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টেস্টে প্রথম দিনের পারফরম্যান্সসহ মোট ৫৩ টেস্টে এ পর্যন্ত ২২৪ উইকেট নিয়েছেন তাইজুল। তাঁর টেস্ট সংস্করণের পারফরম্যান্সটা যাচাই করে দেখা যায়।
এখনো যাঁরা খেলছেন তাঁদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নাথান লায়নের। অস্ট্রেলিয়ার অফ স্পিনারের টেস্ট অভিষেক ২০১১ সালে। তাইজুলের টেস্ট অভিষেকের সময় থেকে লায়নের পারফরম্যান্স— ১০৩ টেস্টে ২৯.৪৮ গড়ে ৪৪১ উইকেট। মোট ২৪ বার ৫ উইকেট নিলেও তাইজুলের অভিষেকের পর থেকে ১৯ বার ৫ উইকেট নেন লায়ন। তবে অস্ট্রেলিয়া দল বাংলাদেশের চেয়ে অনেক বেশি টেস্ট খেলায় লায়ন এ সময়ে তাইজুলের চেয়ে অনেক বেশি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন। বোলিং গড় এবং স্ট্রাইকরেটে লায়ন ও তাইজুলের মাঝে ব্যবধান বেশি না। তাইজুলের বোলিং গড় ৩১.৫৬, স্ট্রাইক রেট ৬১.৯, যেখানে লায়নের স্ট্রাইকরেট ৬১.৬ ও গড় ৩০.১৯।
আরও পড়ুনতাইজুলের ভেলকি, শেষ সেশনে গেল ৭ উইকেট২ ঘণ্টা আগেভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন। টেস্টে তার অভিষেক ২০১১ সালে। তাইজুলের টেস্ট অভিষেক থেকে এই সংস্করণে ৮৫ ম্যাচে ২২.৮৪ গড়ে ৪৩০ উইকেট নেন অশ্বিন। এ সময়ে ২৮ বার পেয়েছেন ৫ উইকেট। অস্ট্রেলিয়ার মতো ভারতও বেশি বেশি টেস্ট খেলায় স্বাভাবিকভাবেই এ সময়ে তাইজুলের তুলনায় বেশি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন অশ্বিন।
ভারতের আরেক স্পিনার রবীন্দ্র জাদেজার ক্ষেত্রেও একই কথা খাটে। তাইজুলের অভিষেকের দুই বছর আগে টেস্টে অভিষেক জাদেজার। তাইজুলের অভিষেকের সময় থেকে এ পর্যন্ত ৬৮ টেস্টে ২৭৮ উইকেট নিয়েছেন জাদেজা। তবে তাঁর চেয়ে এ সময়ে বেশি সংখ্যকবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল। জাদেজা এ সময়ে ৫ উইকেট নিয়েছেন ১৩ বার, তাইজুল নিয়েছেন ১৬ বার।
তাইজুল ৫ উইকেট নেওয়ার পর তাঁকে জড়িয়ে ধরেন অধিনায়ক নাজমুল