ঢাকার সাভারে প্রকাশ্য দিবালোকে যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতি ও মালামাল লুটের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ব্রিজ এলাকায় ‘ইতিহাস’ পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৫-৬৮৭৩) এ ডাকাতির ঘটনা ঘটে।

যাত্রীরা জানান, দুপুরের দিকে চন্দ্রা থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাসটি ছেড়ে আসে। বাস সাভারের ব্যাংক টাউন ব্রিজের কাছে এলে ৩ জন ব্যক্তি বাসে ওঠে। তারা ছুরি বের করে যাত্রীদের চুপ থাকতে বলে ধারালো ছুরির মুখে বাস যাত্রীদের জিম্মি করে যাত্রীদের কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ফুলবাড়িয়া এলাকায় বাস থেকে নেমে যায়। ঘটনার পর স্থানীয়রা বাসটিকে আটক করে বাসের চালক ও হেলপারসহ সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বাসটিতে থাকা রিপন সরকার নামে ভুক্তভোগী এক যাত্রী জানান, চন্দ্রা থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে দুপুর দুইটার দিকে বাসটিতে ওঠেন তিনি। পথে ৩ জন ব্যক্তি বাসটিতে ওঠেন। পরে ওই ৩ জন ছুরি বের করে যাত্রীদের চুপ থাকতে বলে ধারালো ছুরির মুখে বাস যাত্রীদের জিম্মি করে। এ সময় যাত্রীদের নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ফুলবাড়িয়া এলাকায় বাস থেকে নেমে যায়।

তিনি বলেন, “ডাকাতরা ছুরি ধরে আমার পকেটে থাকা ৩৫ হাজার টাকাও নিয়ে গেছে। ডাকাতি শেষে বাসচালককে বাস থামাতে বলার পর চালক বাস থামালে তারা নেমে যায়।” 

বাসে থাকা আরেকজন নারী যাত্রী বলেন, “বাস ব্যাংক টাউন ব্রিজের কাছে আসলে ৩ জন বাসে ওঠে। পরে দেখি তাদের হাতে ছুরি। পরে তারা ছুরি ধরে আমাকে বলে সবকিছু খুলে দিতে। আমি প্রথমে দিতে না চাইলে তারা ছুরিকাঘাতের হুমকি দেয়। পরে আমি নিজ থেকেই আমার কানের দুল খুলে দেই। এসময় তারা বাসের অন্যান্য যাত্রীদের কাছ থেকেও অস্ত্রের মুখে জিম্মি করে যার সাথে যা ছিল, স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল, ছিনিয়ে নিয়ে ফুলবাড়িয়া এলাকায় বাস থেকে নেমে যায়।”

এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

জুয়েল মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও তিনি উত্তর দেননি।

‘ইতিহাস’ পরিবহনের পরিচালক আব্দুল মান্নান বলেন, “ঘটনাটি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। যাত্রীরা জানিয়েছেন ৩ জন লোক অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুট করেছে। বাসে ৪০ জনের বেশি যাত্রী ছিল যদিও কেউ বাধা দেয়নি। এঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।”

সাভার মডেল থানার ডিউটি অফিসার এসআই নজরুল ইসলাম বলেন, “এ ঘটনায় টুনি নামে একজন ভুক্তভোগী বাসযাত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। চালক ও হেলপার আমাদের হেফাজতে আছে, ওসি স্যার এসে এবিষয়ে সিদ্ধান্ত নিবেন।”

এর আগে গত ২ মার্চ দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনী থেকে ব্যাংক টাউন এলাকায় ‘রাজধানী’ পরিবহনের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের ৬-৭ জন মিলে বাসে থাকা দেশীয় অস্ত্র বের করে বাসে থাকা ২০-২৫ জন যাত্রীকে জিম্মি করে যাত্রীদের নগদ টাকা, স্বর্ণালংঙ্কার ও মূলবান জিনিসপত্র লুট করে। 

সাভারে চলন্ত বাসে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংঙ্কার লুট

তার আগে, গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় ‘শুভযাত্রা’ পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেসময় দুই ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাসের তিন যাত্রী আহত হন। 

সাভারে দিনদুপুরে বাসে ছিনতাই, ছুরিকাঘাতে আহত ৩

এরও আগে, গত ২০ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি’র সামনে ‘ওয়েলকাম’ পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত পাঁচজন যাত্রী আহত হন। 

চলন্ত বাসে যাত্রীদের জিম্মি করে লুট, ছুরিকাঘাতে আহত ১

ঢাকা/সাব্বির/টিপু 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলন ত ব স পর বহন র স বর ণ ল নগদ ট ক এল ক য় র ঘটন

এছাড়াও পড়ুন:

মঙ্গলবার কুয়াকাটায় রাস উৎসব, গঙ্গা স্নান বুধবার

প্রায় ২০০ বছর ধরে পটুয়াখালীর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দির ও কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরে পৃথক আয়োজনে রাস উৎসব পালন করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা। এবছরও জাঁকজমকপূর্ণ আয়োজনে হবে এ উৎসব। রাস উৎসব উপলক্ষে কলাপাড়ায় বসছে ৫ দিনব্যাপী মেলা। 

কলাপাড়ায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, শেষ সময়ে প্রস্তুত করা হচ্ছে মন্দিরের আঙ্গিনাসহ রাধা ও কৃষ্ণের ১৭ জোড়া প্রতিমা।

মঙ্গলবার পূর্ণিমা তিথিতে রাত ৯টা ২২ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে রাস পূজার আনুষ্ঠানিকতা। পরের দিন বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে এ তিথি শেষ হবে। সেদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কুয়াকাটা সৈকতে গঙ্গা স্নান করবেন পুণ্যার্থীরা। এর পর মন্দিরের আঙ্গিনায় রাধা-কৃষ্ণের যুগল প্রতিমা দর্শন করবেন তারা। তাই, দুই মন্দিরেই ১৭ জোড়া প্রতিমা বানানো হয়েছে। প্যান্ডেল সাজানোর কাজ শেষ। চলছে লাইটিং ও সাজসজ্জার কাজ। 

এ উৎসব উপলক্ষে কলাপাড়ার মন্দির প্রাঙ্গণ, কুয়াকাটার মন্দির প্রাঙ্গণ ও সৈকতে অস্থায়ীভাবে বসছে শতাধিক পোশাক, প্রসাধনী, খেলনা ও গৃহস্থালী সামগ্রীর দোকান। কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসব হলেও কলাপাড়ায় এ উৎসব চলবে পাঁচ দিন। এসব দোকানে অন্তত ৩০ লাখ টাকার পণ্য বিক্রির আশা করছেন আয়োজকরা। 

কলাপাড়ার শ্রী শ্রী মদনমোহন সেবাশ্রমের রাস উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার হাওলাদার বলেছেন, আজকের মধ্যেই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হবে। হিন্দু ধর্মালম্বীদের এ উৎসব হলেও এখানে ৫ দিনব্যাপী মেলায় সব ধর্মের মানুষের আগমন ঘটে। আমাদের মন্দির প্রাঙ্গণে অন্তত ৭০টি দোকান বসেছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে রাস উৎসব সম্পন্ন হবে। 

কুয়াকাটার রাধা-কৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন মন্ডল বলেছেন, আগামীকাল রাতভর মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান চলবে। পরদিন সকালে গঙ্গা স্নান হবে। লাখো পুণ্যার্থীর আগমনের আশা করছি আমরা। বুধবারও গঙ্গা স্নান হবে। উৎসব উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ বলেছেন, রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় ১ লাখ পুণ্যার্থী সমাগমের আশা করছি। আইনশৃঙ্খলা রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করছি, শান্তিপূর্ণভাবে এ অনুষ্ঠান সম্পন্ন হবে। 

ঢাকা/ইমরান/রফিক

সম্পর্কিত নিবন্ধ