ঈদের ছুটি শেষে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। ঢাকা লিগের খেলা ইতিমধ্যে গড়িয়েছে মাঠে। এর মাঝে শুরু হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্ততি নিয়ে পরিকল্পনা।

কয়েক দিনের মাঝে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজকে ঘিরে, সিলেটে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। প্রথম টেস্ট শুরুর আগে প্রায় ১০ দিন ক্যাম্প হওয়ার কথা রয়েছে। কিন্তু একই সময়ে ঢাকা লিগ চলায় জাতীয় দলের ক্রিকেটারদের এখনই ছাড়তে চায় না ক্লাবগুলো। ইতিমধ্যে আবাহনী-মোহামেডান বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) অনুরোধ করেছে, শেষ সময় পর্যন্ত ক্রিকেটার ধরে রাখার ব্যাপারে।

ক্লাব সূত্র থেকে রাইজিংবিডি বিষয়টি নিয়ে নিশ্চিত হয়েছে। ক্লাবের চাওয়া ক্রিকেটাররা, শেষ মুহুর্তে ক্যাম্পে যোগ দিক। ইতি মধ্যে বিসিবিকে চিঠিও দিয়েছে ক্লাব দুটি।

আরো পড়ুন:

ওয়াসিম-ইমরান পারলে তাসকিন কেন পারবে না, সুজনের প্রশ্ন

লাহোরকে চ্যাম্পিয়ন করানোর চ্যালেঞ্জ রিশাদের

আবাহনীতে আছেন টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক আর নাহিদ রানার মতো প্রথম সারির ক্রিকেটার। মোহামেডানে আছেন মেহেদী হাসান মিরাজ, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম ও তাইজুল ইসলামরা।

তারা যদি আগেভাগে ক্যাম্পে যোগ দেন তাহলে দলের পারফরম্যান্সে প্রভাব পড়বে বলে মনে করে ক্লাবগুলো।  এখন পর্যন্ত ৯ রাউন্ড শেষে শীর্ষ দুই স্থানে আছে আবাহনী ও মোহামেডান। 

চলতি বছরের শুরু থেকে বাংলাদেশ ব্যস্ত সাদা বলের ক্রিকেটে। বিপিএল, চ্যাম্পিয়ন্স ট্রফির পর এখন চলছে ঢাকা লিগে। পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে মাঠে না নামকে প্রভাব পড়তে পারে পারফরম্যান্সে।

প্রস্তুতি নিয়ে প্রশ্নে মেহেদী হাসান মিরাজ বলেন, “দেখুন আমরা ডিপিএলের ভেতরে আছি অনেক দিন থেকে। এটা ওয়ানডে টেস্টের মতোই প্রায়। টি-টোয়েন্টি না কিন্তু, যে এসেই মারতে হবে। আমরা টেস্টের আগে ১০ দিনের সময় পাবো। ঐ সময়ে আমরা নিজেদেরকে প্রস্তুত করে নিতে পারব।“

২০ এপ্রিল থেকে সিলেটে শুরু হবে জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট। ২৮ এপ্রিল থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে চট্টগ্রামে।

ঢাকা/রিয়াদ/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রস ত

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা