বগুড়ায় কিশোর গ্যাংয়ের মারধরে ২ সাংবাদিক আহত
Published: 7th, April 2025 GMT
বগুড়ায় দুই সাংবাদিককে কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করেছে। রোববার শহরের জলেম্বরীতলা জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে।
মারধরে আহত সাংবাদিকরা হলেন, ইংরেজি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উত্তরাঞ্চল প্রধান খোরশেদ আলম ও অনলাইন সংবাদমাধ্যম বগুড়া লাইভের প্রতিনিধি আসাবোদৌলা লিওন। তাদেরকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিকরা জানান, বিকেল ৩টার দিকে তারা জলেশ্বরীতলা এলাকায় একটি ফাস্টফুডের দোকানে জুস পান করেন। সেখান থেকে বের হলে ১০-১২ জনের কিশোর গ্যাংয়ের সদস্যরা জানতে চান সাংবাদিকদের বাড়ি কোথায়। বাড়ির ঠিকানা বলা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
সাংবাদিক খোরশেদ আলম বলেন, কোনো কারণ ছাড়াই অতর্কিতভাবে তারা হামলা চালিয়েছে। এসময় তিনি হামলাকারী কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের দাবি জানান।
বগুড়া সদর থানার ওসি এস এম মঈন উদ্দিন বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছি লিখিত পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ম রধর য় র সদস ম রধর
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//