যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ ঢাকায় আসছেন। ট্রাম্প প্রশাসনের এই দুই কর্মকর্তা আগামী ১৫ ও ১৬ এপ্রিল ঢাকায় পৌঁছাবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকা সফরকালে তারা বাংলাদেশ সরকারের সংস্কার প্রক্রিয়া ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এ সফরে তাদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে মিয়ানমারে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান স্টিভেনসনের।

আগামী ১৫ থেকে ১৮ এপ্রিল ঢাকা সফর করবেন মার্কিন কূটনীতিক নিকোল চুলিক। সফরকালে সংস্কার ও গণতান্ত্রিক পথে ফেরত আনার বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।

বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবেন নিকোল চুলিক। প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক করার কথা রয়েছে তার।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এটিই হতে যাচ্ছে দেশটির উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধিদলের প্রথম বাংলাদেশ সফর।

নিকোল চুলিকের ঢাকায় আসার এক দিন পর আগামী ১৬ এপ্রিল ঢাকায় পৌঁছাবেন যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। তিনি মূলত রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। 

ঢাকা/হাসান/রফিক

.