নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে৷ মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী কিশোরীর বাবা৷

অভিযুক্ত তাকবির আমান (২৪) ছাত্র সংগঠনটির মহানগর শাখার জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সংগঠক৷ সিদ্ধিরগঞ্জ ভূমিপল্লী এলাকায় থাকেন তিনি৷
অভিযোগে তার আরও কয়েকজন বন্ধুকে অপরাধের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে৷

অভিযোগে ভুক্তভোগীর বাবা উল্লেখ করেন, গত ৭ এপ্রিল বিকেলে বাদী ও তার স্ত্রী ঘরের বাইরে থাকার সময় অভিযুক্ত তাকবির আমান তার বাড়িতে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে৷ পরে তার মেয়ের ডাক-চিৎকারে স্থানীয়রা অভিযুক্তকে আটক করলে আমানের বন্ধুরা এসে তাকে ছিনিয়ে নিয়ে যায়৷

বাদী জানান, তার মেয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন৷ এক বছর হয়েছে পড়াশোনা ছেড়ে দিয়েছেন৷ স্কুলে যাওয়ার পথেও অভিযুক্ত তার মেয়ে উত্ত্যক্ত করতেন।

এ বিষয়ে কথা বলতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর কমিটির নেতা তাকবির আমানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি৷

তবে মহানগর সভাপতি মাহফুজ খান মোবাইল ফোনে বলেন, ঘটনাটি যেভাবে অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিষয়টি ঠিক তেমন নয়৷ মেয়ের সঙ্গে ছেলেটির পূর্বপরিচয় ছিল৷ এখানে ফাঁসানোর চেষ্টা চলছে বলেও জেনেছি৷ তারপরও পুরো বিষয়টি সঠিকভাবে জানার চেষ্টা করছি আমরা৷

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর পূর্বপরিচয় ছিল৷ প্রেমের সম্পর্কের কথাও শুনছি৷ তবে যেহেতু মেয়ের বয়স অনূর্ধ্ব ১৮, তাই বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি৷ তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে৷
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ