তোপধ্বনি কি টের পাচ্ছেন আকিব জাভেদ?

পাকিস্তানে কোচিংয়ের তেতো অভিজ্ঞতা নিয়ে কয়েক দিন আগেই আকিব জাভেদকে দুষেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি জেসন গিলেস্পি। এবার পাকিস্তানের ভেতর থেকেই তোপ দাগা হলো আকিবকে তাক করে। দেশটির সাবেক ব্যাটসম্যান বাসিত আলী হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, আকিব যদি আর চার মাস পাকিস্তানের কোচ পদে থাকেন, পাকিস্তান বাংলাদেশের বিপক্ষেও হারবে।

আরও পড়ুনজিম্বাবুয়ে সিরিজে নেই তাসকিন, নতুন মুখ তানজিম১৮ ঘণ্টা আগে

আগামী চার মাসের মধ্যে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। আগামী মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। দুই বোর্ডের সম্মতিতে সিরিজটি হবে পাঁচ টি-টোয়েন্টি ম্যাচের। এরপর জুলাইয়ে ভবিষ্যৎ সফর পরিকল্পনার (এফটিপি) বাইরে বাংলাদেশে আসার কথা রয়েছে পাকিস্তান দলের। সিরিজটি হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি।

পাকিস্তানের কোচ আকিব জাভেদ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মে দিবসের ঢাকার শ্রমিক সমাবেশ ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ 

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের  শ্রমিক সমাবেশকে সফল করতে ১১নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় এ কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। 

এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু'র নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
 

সম্পর্কিত নিবন্ধ