মুক্তির পরই বাজিমাত। প্রযোজনা প্রতিষ্ঠানের ধারণা ছিল প্রথম সপ্তাহে ৭০ থেকে ৯০ মিলিয়ন ডলার আয় করতে পারে। সেখানে একের পর রেকর্ড গড়ে ‘আ মাইনক্রাফট মুভি’ সিনেমাটি আয় করেছে ৩১৩ মিলিয়ন ডলারের বেশি। অপ্রত্যাশিতভাবে প্রথম সপ্তাহের আয়ে রেকর্ড গড়া ‘বার্বি’ সিনেমাকে ছাড়িয়ে গেল। ওয়ার্নার ব্রসের হিসেবেই যেন পাল্টে দিয়েছে সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠান ও সিনেমা বিশেষজ্ঞদের মতে, পাঁচটি কারণে সিনেমাটির আয় দাঁড়াতে পারে বিলিয়ন ডলারের ঘরে।
সব বয়সী দর্শকের সিনেমা
সিনেমাটি বিনোদনে ভরপুর। আর এই বিনোদন সব শ্রেণির দর্শকদের জন্য হয়ে উঠেছে উপভোগ্য। সব দর্শকদের ধরতে পারায় সিনেমাটির গ্রহণযোগ্যতা বাড়ছে। ভ্যারাইটিতে লেখা হয়েছে সিনেমাটি, বিশ্বের যেকোনো দেশের কিশোর থেকে বয়স্ক দর্শকদের শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখবে। সব জেনারেশনের সিনেমা এটি। দর্শকদের কথায়, অ্যাকশন ও অ্যাডভেঞ্চারের পাশাপাশি সিনেমাটি কমেডি আকারে তুলে ধরায় টান টান উত্তেজনা তৈরি করে। অল্প সময়ে ‘আ মাইনক্রাফট মুভি’ সিনেমাটি যদি বিলিয়ন ডলার আয় করে, তাহলেও অবাক হওয়ার কিছু নেই।
সিনেমার একটি দৃশ্যে। ছবি: আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।