চট্টগ্রামের বাঁশখালীতে আবারও বন্য হাতির মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার জলদী রেঞ্জের পাইরাং বিটের আওতাভুক্ত মনুমার ঝিরি এলাকা থেকে ওই হাতির মরদেহ উদ্ধার করে বন বিভাগ। বয়সের ভারে দুর্বল হয়ে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা বন বিভাগের।

এ নিয়ে গত ১০ বছরে বাঁশখালীতে ১৬টি হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে উপজেলার কালীপুর রেঞ্জে ১১টি এবং জলদী রেঞ্জে ৫টি হাতির মৃত্যু হয়। বিদ্যুতের ফাঁদ, খাদ্যে বিষক্রিয়া, অসুস্থতাসহ নানা কারণে এসব হাতির মৃত্যু হয়েছে বলে বন বিভাগের তদন্তে উঠে এসেছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে বন বিভাগ জানায়, গতকাল মঙ্গলবার বিকেলে স্থানীয় লোকজন মনুমার ঝিরি এলাকায় একটি মৃত হাতি দেখেন। তাঁদের কাছ থেকে বিষয়টি জানার পর বন বিভাগের লোকজন আজ বিকেলে ঘটনাস্থলে গিয়ে হাতিটির মরদেহ থেকে ময়নাতদন্তের জন্য নমুনা সংগ্রহ করেন।

বন বিভাগ জানায়, মৃত হাতির শরীরে আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, হাতিটির বয়স বেশি হওয়ার কারণে দুর্বল হয়ে মারা যায়।

জলদী রেঞ্জের বিট কর্মকর্তা শাহ আলম বলেন, ‘পুরুষ হাতিটির বয়স ১০০ বছরের কাছাকাছি। আমরা তথ্য নিয়েছি এবং তদন্ত করছি। পাশাপাশি থানায় জিডিসহ আইনগত ব্যবস্থা নিচ্ছি। পরে হাতিটি নিয়ম অনুসারে পুঁতে ফেলা হবে।’

জলদী বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বন ব ভ গ

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প

বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।

এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়

সম্পর্কিত নিবন্ধ