Samakal:
2025-05-01@14:05:07 GMT

বৈশাখী মেলা ও জারার আনন্দ

Published: 11th, April 2025 GMT

বৈশাখী মেলা ও জারার আনন্দ

কদমপুর গ্রামে প্রতিবছর বাংলা নববর্ষ উপলক্ষে মেলা বসে। দূর-দূরান্ত থেকে মানুষ আসে মেলায়। প্রতিবছরের মতো এ বছরও মেলা বসেছে। জারার শখ বৈশাখী মেলায় যাওয়া। সে কখনো বৈশাখী মেলায় যায়নি। তাই সে আগে থেকে বায়না ধরলো যে মেলায় যাবে। জারার বাবা নিয়ে যেতে রাজি হলেন। জারা খুশিতে হাততালি দিলো। সে তার রুমে গিয়ে ক্যালেন্ডারে দেখলো; আর মাত্র দুই দিন বাকি। অপেক্ষার পালা যেন জারার শেষই হতে চায় না।  যখন অপেক্ষার পালা শেষ হয় জারা যেন আনন্দে আত্মহারা! সে খুব ভোরে ঘুম থেকে উঠে গোসল সেরে তৈরি হয়ে নেয়, মেলায় যাবে বলে। বাবা মেয়েকে দেখে চিনতে পারলেন না। অবাক হয়ে বলেন, এটা কী আমার জারা? জারা বলে, বাবা মজা করোনা তো। আমি তোমারই জারা। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও বাবা। বাবা তৈরি হলেন। জারাদের বাড়ি থেকে কদমপুর গ্রাম বেশি দূরে নয়। হেঁটে যেতে সময় লাগে কুড়ি মিনিটের মতো। তারা হেঁটে রওনা দিলো মেলার উদ্দেশে। যেতে যেতে অনেক মানুষের সাথে দেখা হলো, যারা তাদের মতো মেলায় যাচ্ছে। মেলায়  গিয়ে পৌঁছালো সকাল আটটা বিশ মিনিটে। মেলায় প্রবেশ করে জারা আবাক হয়ে তাকিয়ে রইলো হস্তশিল্পের দিকে। বাবা বলেন, কিছু খেয়ে নেওয়া দরকার। জারা তাতে রাজি হলো। সামনের দিকে এগোতেই তারা খাবারের স্টল দেখতে পেলো। স্টলে গিয়ে পান্তা ইলিশ পেট পুরে খেলো। তারপর মেলায় ঘুরে জারা মাটির পুতুল, হাতপাখা, মিষ্টি, সন্দেশসহ কতো কী নিলো। মেলায় জারার সবচেয়ে বেশি ভালো লেগেছে নাগরদোলায় চড়ে। সবশেষে বাবার হাত ধরে রাজ্যের আনন্দ নিয়ে বাড়ির পথ ধরে জারা। 

n বয়স : ২+৩+৩+৪+৪ বছর; একাদশ শ্রেণি, কালীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুর 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব শ খ উৎসব

এছাড়াও পড়ুন:

করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

করিডর দেওয়া না–দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জনগণের কাছ থেকে আসতে হবে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ ধরনের সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বৃহস্পতিবার বিকেলে মহান মে দিবসে আয়োজিত শ্রমিক সমাবেশে ‘করিডর’ নিয়ে কথা বলেন তারেক রহমান। জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইনে সহায়তা পাঠানোর জন্য ‘মানবিক করিডর’ স্থাপন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতাপ্রিয় জনগণ মনে করে, করিডর দেওয়া না–দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি।’

জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এই সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তী সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা–সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনো আলোচনা করার প্রয়োজন বোধ করেনি।

দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তী সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কি না কিংবা নেওয়া উচিত কি না, এই মুহূর্তে সেই বিতর্ক তুলতে চান না উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপির বক্তব্য স্পষ্ট—বিদেশিদের স্বার্থ নয়, অন্তর্বর্তী সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে।

ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এ বছর রমজান মাসে নিত্যপণ্যের দাম তুলনামূলকভাবে সহনীয় থাকায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান তারেক রহমান। তবে তিনি বলেন, রমজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আবার চাল ও তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। চাল–তেলের দাম বেড়েছে কিন্তু মানুষের আয় বাড়েনি। তাহলে জনগণ এখন তাদের এমন ভোগান্তির কথা কার কাছে, কোথায় কীভাবে বলবে?

নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সমাবেশে নেতা-কর্মীদের একাংশ। ঢাকা, ১ মে

সম্পর্কিত নিবন্ধ