রূপগঞ্জে দুই সাব-রেজিস্ট্রারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
Published: 13th, April 2025 GMT
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ সাব-রেজিস্ট্রার খন্দকার গোলাম কবির ও রূপগঞ্জ পূর্ব সাব-রেজিস্ট্রার মোহাম্মদ হানিফকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) সাব-রেজিস্ট্রি অফিসের মিলোনায়তনে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুল ভেন্ডার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু মোঃ মাসুম।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রফিক, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলিল লিখক সমিতির সাংগঠনিক সম্পাদক ছালাউদ্দিন মোল্লা, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির ৯নম্বর ওয়ার্ডের সভাপতি ও সমিতির সহ-সভাপতি আল আমিন মাসুদ, স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবু বাকার মিন্টু, সদস্য মোঃ রফিকুল ইসলাম রফিক, সাইদুর রহমান প্রমুখ।
পরে বিদায়ী সাব-রেজিস্ট্রারদের মধ্যে উপহার প্রদান ও মোনাজাতের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪ -২০২৬ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং র্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘
আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।