মহাকাশ ঘুরে এলেন তারকা কেটি পেরিসহ ছয় নারী
Published: 14th, April 2025 GMT
মহাকাশ ভ্রমণ করে এলেন ছয় নারী। তাঁদের মধ্যে আছেন মার্কিন পপতারকা কেটি পেরি। অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও মার্কিন ধনকুবের জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড মহাকাশযানে করে মহাকাশের নিম্ন কক্ষপথে ভ্রমণ করেন তাঁরা।
বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের পশ্চিম টেক্সাসের ব্লু অরিজিনের উড্ডয়নক্ষেত্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। কেটি পেরি ছাড়াও মহাকাশযানে ছিলেন জেফ বেজোসের বাগ্দত্তা লরেন সানচেজ, মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের সাংবাদিক গেইল কিং, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশ প্রকৌশলী আয়েশা বোয়ে, নাগরিক অধিকারকর্মী আমান্ডা নুয়েন ও চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান্ন ফ্লিন।
নিউ শেপার্ড মহাকাশযানটি ভূপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে প্রায় ১১ মিনিট সেখানে অবস্থান করে। এনএস-৩১ নামের এই মিশনকে ঐতিহাসিক বলা হচ্ছে। কারণ, ১৯৬৩ সালে রাশিয়ার নারী নভোচারী ভ্যালেন্তিনা তেরেসকোভার একক মহাকাশযাত্রার পর এবারই প্রথম শুধু নারীদের নিয়ে মহাকাশে যায় কোনো মহাকাশযান। এরপর সফল অভিযান শেষে পৃথিবীতে ফিরে আসেন তাঁরা।
ব্লু অরিজিন জানিয়েছে, মহাকাশ মিশনটি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতসহ (স্টেম) গণমাধ্যমে নারীদের ক্যারিয়ার গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে এই মিশন পরিচালনা করা হচ্ছে। এ যান ছিল স্বয়ংক্রিয়। এতে কোনো চালক ছিল না।
ব্লু অরিজিনের এই মহাকাশযান কারমান রেখায় নিয়ে যায় কেটি পেরিদের। কারমান রেখা হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মহাকাশের একটি সীমানা। মহাকাশে প্রায় ১১ মিনিট অবস্থানকালে ছয় নারী তাঁদের আসন থেকে উঠে চারপাশ দেখতে পারেন। এ ছাড়া ক্যাপসুলের বড় জানালা দিয়ে পৃথিবীর দৃশ্যও উপভোগ করেন তাঁরা।
মানুষ নিয়ে মহাকাশের নিম্ন কক্ষপথে এ নিয়ে ১১ বারের মতো মহাকাশযান পাঠাল ব্লু অরিজিন। মহাকাশে বাণিজ্যিকভাবে ভ্রমণের অভিজ্ঞতা দিয়ে কয়েক বছর ধরেই কাজ করছে ব্লু অরিজিন। তবে এ ধরনের ভ্রমণে কত খরচ হয়, এটা নিয়ে প্রকাশ্যে এখনো কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।
মহাকাশ ভ্রমণ শেষে ফিরে এসে কেটি পেরি বলেন, তিনি এখন জীবনের সঙ্গে অত্যন্ত সংযুক্ত এবং ভালোবাসার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি অনুভব করছেন। এ অভিজ্ঞতা নিয়ে তিনি একটি গান লিখবেন। তিনি আরও বলেন, ‘এটি ছিল সর্বোচ্চ উচ্চতা। এটি অজানার কাছে আত্মসমর্পণ।’ এ যাত্রা অনেক বেশি উপভোগ করেছেন জানিয়ে কেটি পেরি আরও বলেন, এর চেয়ে ভালো কিছুর জন্য তিনি আর সুপারিশ করতে পারেন না।
এ যাত্রার অভিজ্ঞতা জানিয়ে লরেন সানচেজ বলেন, এত উচ্চতা থেকে পৃথিবীকে অনেক শান্ত দেখাচ্ছিল।
একটি প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার নেতৃত্বের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত জ্যারেড আইজ্যাকম্যান ব্লু অরিজিন এবং ক্রুদের অভিনন্দন জানিয়েছেন।
‘অনুপ্রেরণা’
সম্প্রতি ফরাসি সাময়িকী অ্যালেকে দেওয়া এক সাক্ষাৎকার কেটি পেরি বলেন, মেয়ে ডেইজির জন্য এই মহাকাশযাত্রার অংশ হয়েছেন তিনি। কেটি পেরি বলেন, ‘আমার মেয়ে যাতে কখনো মনে না করে যে স্বপ্নের কোনো সীমা আছে। তাকে এই অনুপ্রেরণা দিতেই আমি এই মহাকাশযাত্রার সঙ্গী হয়েছি।’
মহাকাশে যাওয়ার জন্য মুখিয়ে আছেন মন্তব্য করে কেটি পেরি আরও বলেন, ‘যখন রকেটটি মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করবে, তখন তার (মেয়ে ডেইজি) চোখে কেমন অনুপ্রেরণা ও আলোর ঝলকানি তৈরি হয়, সেটা দেখার জন্য আমি ভীষণ উচ্ছ্বসিত।’
আরও পাঁচ নারীর সঙ্গে মহাকাশযাত্রা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক একটি ভিডিও পোস্ট করেন কেটি পেরি। সেখানে তিনি বলেন, মহাকাশে যাওয়ার জন্য প্রশিক্ষণে অংশ নিতে গিয়ে একটি বিষয় জেনে তিনি বিস্মিত হন। সেখানে কেটি পেরি জানতে পারেন, ক্যাপসুলটির নাম হবে টরটয়েস (কচ্ছপ)। এটির নকশা করা হয়েছে পাখার মতো করে। বিস্মিত হওয়ার কারণ বলতে গিয়ে কেটি পেরি জানান, জন্মের পর মা–বাবা তাঁর যে দুটি ডাকনাম রেখেছিলেন, তার একটি হলো টরটয়েস।
একই ভিডিওতে কেটি পেরি আরও বলেন, ‘এটা কোনো কাকতাল নয়। তবে এটা জানতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত হই। এ জন্য প্রতিষ্ঠানটির কাছে আমি কৃতজ্ঞ।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন প র র জন য ভ রমণ
এছাড়াও পড়ুন:
দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে
জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক-নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।
আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ‘জরুরি সভায়’ এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে, সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে।
তবে গণভোট কবে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের ওপর ছেড়ে দিয়েছে ঐকমত্য কমিশন। সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কি জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হবে, নাকি আগে হবে। এসব সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এ রকম পরিস্থিতিতে আজ জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল