গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাসে অগ্নিসংযোগ
Published: 14th, April 2025 GMT
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এর জেরে বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ সময় প্রায় ৪৫ মিনিট সড়কে যান চলাচল বন্ধ থাকে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টায় গাজীপুরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক) অশোক কুমার পাল জানান, দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুজন।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তার উত্তর পাশে তেলিপাড়া এলাকায় ঢাকা অভিমুখী চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীদের মধ্যে এক শিশু গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অটোরিকশার অপর দুই যাত্রী আহত হয়েছেন।
আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে।
চ্যাম্পিয়ন পরিবহনের ওই বাস আটক করে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত লোকজন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ রাত ৯টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও দুজন আহত হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন দিয়েছে। কিছুক্ষণ সড়ক বন্ধ ছিল। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে। মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সেই আছিয়ার পরিবারকে গরু ও ঘর দিল জামায়াত
মাগুরায় যৌন নিপীড়নের শিকার হয়ে মারা যাওয়া আলোচিত শিশু আছিয়ার পরিবারকে দুটি গরু ও একটি গোয়ালঘর উপহার দেওয়া হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে আছিয়ার পরিবারকে এ উপহার দেওয়া হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে উপহার হস্তান্তর করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কুষ্টিয়া ও যশোর অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।
এ সময় জেলা জামায়াতের আমির এম বি বাকের, সাবেক আমির ও কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মতিনসহ স্থানীয় এবং জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
শিশু ছাত্রীকে যৌন নির্যাতন, মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা
অপারেশনের পর শিশুর মৃত্যু: তদন্ত কমিটি গঠন, থানায় মামলা
গত ১৫ মার্চ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আছিয়ার বাড়িতে যান। তিনি শিশুটির মৃত্যুর ঘটনায় দ্রুত বিচার চান। সে সময় আছিয়ার পরিবারকে স্বাবলম্বী করতে একটি গোয়াল ঘর এবং দুটি গরু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন জামায়াতের আমির।
আট বয়সী আছিয়া মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় বলে পরিবারের তরফ থেকে অভিযোগ ওঠে। গত ৬ মার্চ অচেতন অবস্থায় মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয় তাকে। অবস্থার অবনতি হলে মাগুরা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে থেকে সেদিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়া হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। দুই দিন পর ৮ মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। ১৩ মার্চ বৃহস্পতিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আছিয়ার।
ঢাকা/শাহীন/রফিক