গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাসে অগ্নিসংযোগ
Published: 14th, April 2025 GMT
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এর জেরে বাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এ সময় প্রায় ৪৫ মিনিট সড়কে যান চলাচল বন্ধ থাকে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে।
রাত সাড়ে ৮টায় গাজীপুরের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ট্রাফিক) অশোক কুমার পাল জানান, দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুজন।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তার উত্তর পাশে তেলিপাড়া এলাকায় ঢাকা অভিমুখী চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীদের মধ্যে এক শিশু গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অটোরিকশার অপর দুই যাত্রী আহত হয়েছেন।
আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখে।
চ্যাম্পিয়ন পরিবহনের ওই বাস আটক করে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত লোকজন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ রাত ৯টায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও দুজন আহত হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা একটি বাসে আগুন দিয়েছে। কিছুক্ষণ সড়ক বন্ধ ছিল। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে। মরদেহ উদ্ধারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫