জামালপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ
Published: 15th, April 2025 GMT
জামালপুরে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে ও জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মঞ্জিলা বেগম শহরতলীর চন্দ্রা ঘুন্টি এলাকার তোতা মিয়ার স্ত্রী এবং অভিযুক্ত মো. মঞ্জুর মা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। এসময় ছেলের ছুরির আঘাতে শেখ ফরিদ নামে এক ব্যক্তি আহত হন। তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পাশে একটি গাছ কাটার জন্য শেখ ফরিদের সাথে যোগাযোগ করেন মঞ্জিলা বেগম। সকালে গাছ কাটতে এলে গাছের দাম নিয়ে শেখ ফরিদ ও মা মঞ্জিলা বেগমের সাথে কথা-কাটাকাটি হয় মঞ্জুর। এরপরেও গাছ কাটতে গেলে ধারালো ছুরি দিয়ে শেখ ফরিদকে কোপানো শুরু করে মঞ্জু। এসময় মা মঞ্জিলা বেগম বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে ও জবাই করে হত্যা করে মঞ্জু। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
জামালপুর থানার ওসি (তদন্ত) আনিছুল আশেকীন বলেন, ‘‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযুক্ত মঞ্জু মাদকাসক্ত ছিল। তাকে আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।’’
ঢাকা/শোভন/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হেনরির ৬ উইকেটের পর দুই ওপেনারে নিউজিল্যান্ডের দিন
ব্রায়ান বেনেটকে দিয়ে শুরু, ব্লেসিং মুজারাবানিকে দিয়ে শেষ—আজ বুলাওয়ের কুইনস স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের প্রথম ইনিংসের প্রায় পুরোটাই ধসিয়ে দিয়েছেন একা ম্যাট হেনরি। দুই টেস্ট সিরিজের প্রথমটির প্রথম দিনে নিউজিল্যান্ডের এই পেসার নিয়েছেন ৩৯ রানে ৬ উইকেট।
হেনরির তোপে পড়ে জিম্বাবুয়ের প্রথম ইনিংস গুটিয়ে গেছে ১৪৯ রানে। দিনের বাকি অংশে নিউজিল্যান্ড ২৬ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়েই ৯২ রান তুলে ফেলেছে। ডেভন কনওয়ে ৫১ ও উইল ইয়ং ৪১ রানে অপরাজিত।
টস জিতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে প্রথম আধা ঘণ্টার মধ্যেই হেনরির বলে দুই ওপেনারকে হারায়। প্রথমে বেনেট, এরপর বেন কারেন। দুজনই হেনরির বলে ক্যাচ দেন তৃতীয় স্লিপে থাকা ইয়ংকে। নাথান স্মিথ এসে শন উইলিয়ামসকে বোল্ড করে দিলে জিম্বাবুয়ের বিপদ আরও বাড়ে।
এরপর চতুর্থ উইকেটে ক্রেইগ আরভিনকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন তিনে নামা নিক ওয়েলচ। তবে লাঞ্চ বিরতির আগে বোলিংয়ে ফিরে ওয়েলচকেও স্লিপে ক্যাচ বানান হেনরি। ওয়েলচ ৬৮ বল খেলে আউট হন ২৭ রানে। পরে দ্বিতীয় সেশনের শুরুতে হেনরির বলে উইকেটকিপার টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দেন সিকান্দার রাজা।
জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক ক্রেইগ আরভিন