পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের এম এস কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার হঠাৎপাড়া গ্রামের আয়নাল হোসেন (৪৫) এবং এম এস কলোনির বাসিন্দা ফাতেমা বেগম (৬৫)। তাঁরা প্রতিবেশী ছিলেন।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আয়নাল হোসেন পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক। নিজ বাড়িতে বিদ্যুৎ-সংযোগ না থাকায় তিনি কয়েক দিন ধরে প্রতিবেশী ফাতেমা বেগমের বাড়িতে রিকশা চার্জ দিচ্ছিলেন। গতকাল সন্ধ্যায় চার্জ দিতে গিয়ে তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর চিৎকার শুনে ফাতেমা বেগম তাঁকে রক্ষা করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। আয়নালের ছোট ছেলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করেন। ঘটনাস্থলেই মারা যান আয়নাল হোসেন। গুরুতর আহত ফাতেমা বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাকিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আয়ন ল

এছাড়াও পড়ুন:

সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ভোরে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, দুপুরে মাহফুজুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। 

আরো পড়ুন:

সাভারে পোশাক শ্রমিককে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

জামালপুরে জেলা আ.লীগের নেতা গ্রেপ্তার

ঢাকা/নুর/বকুল

সম্পর্কিত নিবন্ধ