ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নারীসহ দুজনের মৃত্যু
Published: 16th, April 2025 GMT
পাবনার ঈশ্বরদীতে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের এম এস কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার হঠাৎপাড়া গ্রামের আয়নাল হোসেন (৪৫) এবং এম এস কলোনির বাসিন্দা ফাতেমা বেগম (৬৫)। তাঁরা প্রতিবেশী ছিলেন।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, আয়নাল হোসেন পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক। নিজ বাড়িতে বিদ্যুৎ-সংযোগ না থাকায় তিনি কয়েক দিন ধরে প্রতিবেশী ফাতেমা বেগমের বাড়িতে রিকশা চার্জ দিচ্ছিলেন। গতকাল সন্ধ্যায় চার্জ দিতে গিয়ে তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁর চিৎকার শুনে ফাতেমা বেগম তাঁকে রক্ষা করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। আয়নালের ছোট ছেলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করেন। ঘটনাস্থলেই মারা যান আয়নাল হোসেন। গুরুতর আহত ফাতেমা বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাকিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আয়ন ল
এছাড়াও পড়ুন:
ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।
এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।
খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে, এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এনটি/ইভা