ঢালিউড কিং শাকিব খানকে চিনেন না বলে মন্তব্য করেছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী লাবণী সরকার। তার এ বক্তব্য প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে পড়েছেন। এ নিয়ে শাকিব খানের ভক্ত-অনুরাগীরা ষোলআনাই নাখোশ। অনেকে আক্রমণ করেও মন্তব্য করেছেন; যা অন্তর্জালে ভেসে বেড়াচ্ছে।

বাষট্টি বছরের লাবণী হঠাৎ এমন মন্তব্য কেন করলেন? মূলত, একটি ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এ আলাপচারিতায় ওপার বাংলার সুপারস্টারদের নিয়ে নানা মন্তব্য করেন। কথা বলার ফাঁকে জানতে চাওয়া হয়, আপনি তো বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে নিয়েও মন্তব্য করেছিলেন। এ বিষয়টিও পরিষ্কার হওয়া ভালো।

এরপরই লাবণী সরকার বলেন, “শাকিব খান কে, আমি জানি-ই না। শাকিব খানকে ভালো করে চিনিই না। তার কোনো সিনেমাও দেখিনি। শাকিব খানকে নিয়ে আমি কী বলব! শাকিব খানের একটা গোটা সিনেমা দেখিনি। তার সঙ্গে জীবনে কোনো সিনেমাও করিনি। তাকে নিয়ে কী বলতে পারি? এগুলো মানুষের মনগড়া কথা।”

আরো পড়ুন:

শাকিবের জন্য এলাহি আয়োজন

টিকিট না পাওয়ায় আমার পরিবারও ‘বরবাদ’ দেখতে পারেনি: শাকিব

কনটেন্ট ক্রিয়েটরদের প্রতি আঙুল তুলে লাবণী সরকার বলেন, “আমি ফেসবুকে থাকি না, কী মন্তব্য করা হয় তাও জানি না। শুনেছি, এখন নাকি কনটেন্ট ক্রিয়েটররা অনেক টাকা আয়-রোজগার করে। এসব খবর ওদের বানানো।”

লাবণী সরকারের দাবি, তার বক্তব্য বিকৃত করে অনেকবার খবর প্রকাশ করা হয়েছে। তার ভাষায়, “এখন যে যার মতো রিল বানাচ্ছে, বাইট নিচ্ছে, আমাদের পুরো বক্তব্য প্রচারে আসে না। আমার কত বক্তব্য বিকৃত করে খবর করা হয়েছে। ঘরে ঘরে ইউটিউবার, সবাই বাইট নিচ্ছে। অলীক জগতে থাকা মানুষরা, যা খুশি করছেন তো কী হবে!”

তবে এর আগে শাকিব খানকে নিয়ে ঠিক কী বলেছিলেন লাবণী সরকার, তা অবশ্য জানা যায়নি।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র

এছাড়াও পড়ুন:

নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ