এবার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের ওপর চটেছেন ট্রাম্প
Published: 17th, April 2025 GMT
এবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলের ওপর চটেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত সুদের হার কমাতে ব্যর্থতার জন্য তাকে ‘বরখাস্ত’ করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।
অর্থনীতিতে ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের প্রভাব সম্পর্কে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কঠোর সতর্কীকরণ দেওয়ার একদিন পর তার এই মন্তব্য এলো।
বৃহস্পতিবার সকালে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করেছে যে তারা গত আর্থিক বছরের মধ্যে সপ্তমবারের মতো সুদের হার কমাচ্ছে।
এরপরেই ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের তীব্র সমালোচনা করে জানিয়েছেন, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক তার ইউরোপীয় প্রতিপক্ষের চেয়ে পিছিয়ে রয়েছে।
ট্রাম্প বলেছেন, “ফেডারেল রিজার্ভের জেরোম পাওয়েল, যিনি সবসময় অতি ধীর এবং ভুল করেন, গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছেন যা ছিল আরেকটি জঞ্জাল! পাওয়েলের বরখাস্ত দ্রুত হচ্ছে ন!”
বুধবার পাওয়েল বলেছিলেন, ট্রাম্প প্রশাসন ‘অত্যন্ত মৌলিক নীতিগত পরিবর্তন’ এনেছে, যার মধ্যে রয়েছে অতিশুল্ক যা ‘প্রত্যাশিত সময়ের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।’
তিনি বলেন, “এই ধরনের পরিবর্তন আধুনিক ইতিহাসে দেখা যায়নি , যা ফেডারেল রিজার্ভকে অজানা পানিতে ফেলেছে এবং এমন একটি চ্যালেঞ্জ মোকাবেলার পথে নিয়ে গেছে যা কয়েক দশক ধরে দেখা যায়নি; স্থবিরতা।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য ৩ চিকিৎসকের
মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চতুর্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়।
এ দিন শিশুকে চিকিৎসা প্রদানকারী তিন চিকিৎসক সাক্ষ্য দেন। তারা হলেন– মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের ডা. সোহাস হালদার, নাকিবা সুলতানা এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ইসরাত জাহান। তারা সবাই শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল মর্মে সাক্ষ্য প্রদান করেন।
এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্যে মামলার ৪ আসামিকে আদালতে হাজির করা হয়। বাদীপক্ষের আইনজীবী ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল জানান, বিগত চার কার্যদিবস একটানা সাক্ষ্য গ্রহণ চলেছে। এ নিয়ে মোট ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলায় মোট ৩৭ জনের সাক্ষ্য নেওয়া হবে। আগামী রোববার মামলার তদন্ত কর্মকর্তা বাদে অন্য সব সাক্ষী সাক্ষ্য দেবেন। বুধবার আসামিপক্ষের আইনজীবী স্বাধীনভাবে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেছেন। তিনি আদালতে আসামিরা নির্দোষ বলে যুক্তি উপস্থাপন করেন। আসামিরাও নিজেদের নির্দোষ দাবি করেছেন।
বেড়াতে এসে ৬ মার্চ রাতে মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুর হিটু শেখের দ্বারা ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশুটি। এই ধর্ষণের ঘটনা দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি করে। মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে ঢাকা সিএমএইচে তাকে ভর্তি করা হয়েছিল। ১৩ মার্চ শিশুটি সেখানে মারা যায়। এ ঘটনায় শিশুটির মা আয়েশা আক্তার বড় মেয়ের শ্বশুর হিটু শেখসহ চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেন। রিমান্ডে হিটু শেখ ধর্ষণের কথা স্বীকার করেছে।